নয়জনের মায়োর্কাকে গুঁড়িয়ে বার্সেলোনার শুরু

স্টপেজ টাইমে ইয়ামালের দুর্দান্ত গোল যেন ম্যাচে শেষ স্বাক্ষর। যদিও ম্যাচ শেষে হ্যান্সি ফ্লিক বললেন, ‘তিন পয়েন্ট গুরুত্বপূর্ণ, কিন্তু দ্বিতীয়ার্ধে আমাদের মনোভাব ভালো ছিল না। এটা মেনে নেওয়া যায় না।’ মানে বার্সেলোনার সেরা সময় এখনও বহুদূর!

গেল মৌসুম যেখানে শেষ করেছিল, সেখানে থেকেই শুরু করল বার্সেলোনা। লা লিগার শিরোপা রক্ষার অভিযানে ঘটনাবহুল ম্যাচে দারুণ ছিল তাঁরা। মৌসুমের প্রথম ম্যাচেই মায়োর্কার মাঠে তারা দেখাল পূর্ণ নিয়ন্ত্রণ।

প্রথমার্ধেই দুই মায়োর্কা খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ম্যাচ হয়ে যায় একপেশে। শুরুতেই রাফিনিহার গোল। কিছুক্ষণ পর ফেরান টরেস ব্যবধান বাড়ালেন—লেভানডস্কি অনুপস্থিত থাকলেও সেটা ভালোভাবেই সামলেছেন তিনি।

শেষ মুহূর্তে লামিনে ইয়ামালের ঝলক, সুন্দর এক শটে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত। তবে, কোচ ম্যাচ শেষে দাবি করেন, দ্বিতীয়ার্ধে আরও গোল দেওয়া সম্ভব ছিল।

শেষ ১৯ ম্যাচে বার্সেলোনা তুলল ৫৩ পয়েন্ট, হারল মাত্র দু’টিতে। আরও ভয়ংকর ব্যাপার হল—হানসি ফ্লিকের দল এখনও সেরা ফর্মে পৌঁছায়নি।

ম্যাচে রাফিনহার হেডে এগিয়ে যায় কাতালানরা, তারপর টরেসের গোল। মায়োর্কা আপত্তি জানালেও রেফারির সিদ্ধান্ত স্পষ্ট—খেলা চলবে বাঁশি না বাজা পর্যন্ত। এর পরপরই দুই লাল কার্ডে ভেঙে যায় স্বাগতিকদের প্রতিরোধ।

৬৯ মিনিটে বদলি হয়ে নেমে ইংল্যান্ডের মার্কাস রাশফোর্ডও লিখলেন ইতিহাস—৩৬ বছর পর বার্সার জার্সিতে নাম লিখলেন আরেক ইংরেজ। সর্বশেষ ছিলেন ১৯৮৯ সালের গ্যারি লিনেকার।

স্টপেজ টাইমে ইয়ামালের দুর্দান্ত গোল যেন ম্যাচে শেষ স্বাক্ষর। যদিও ম্যাচ শেষে হ্যান্সি ফ্লিক বললেন, ‘তিন পয়েন্ট গুরুত্বপূর্ণ, কিন্তু দ্বিতীয়ার্ধে আমাদের মনোভাব ভালো ছিল না। এটা মেনে নেওয়া যায় না।’ মানে বার্সেলোনার সেরা সময় এখনও বহুদূর!

Share via
Copy link