মাঠের চ্যাম্পিয়ন, ভোটের মাঠেও চ্যাম্পিয়ন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার আগেই রাজনীতিতে যোগ দেয়ার ঘটনা ক্রিকেট বিশ্বে নতুন কিছু নয়। আর বাংলাদেশে সেটার সূচনা ঘটেছিল মাশরাফি বিন মর্তুজার হাত ধরে; ২০১৯ সালে ওয়ানডে দলের অধিনায়ক থাকাকালীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি।

প্রথম বলেই ছক্কা মারার মতই সেবার বিপুল ব্যবধানে নির্বাচিত হন এই পেসার। এরপর কেটে গিয়েছে একে একে পাঁচ বছর, তবে তাঁর জনপ্রিয়তার ছেদ পড়েনি একটুও। তাই তো ধারাবাহিকতা ধরে রেখে এবার দ্বাদশ নির্বাচনেও জয় পেয়েছেন তিনি। নড়াইল – ২ আসন থেকে দ্বিতীয় বারের মত সংসদ সদস্য হয়েছেন ম্যাশ। মাঠের চ্যাম্পিয়ন আবারও ভোটের মাঠে চ্যাম্পিয়ন।

আর সেজন্য নড়াইলবাসীকে ধন্যবাদ দিয়ে নিজের ফেসবুক পেজ থেকে পোস্ট করেন তিনি। স্থানীয়দের মাঝেও দেখা গিয়েছে আনন্দ উৎসব, নিজেদের পছন্দের মানুষকে প্রতিনিধি হিসেবে পেয়ে দারুণ খুশি তাঁরা সবাই। সব খানেই দেখা গিয়েছে বিজয় মিছিল, ভক্ত-সমর্থকদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন নড়াইল এক্সপ্রেস।

এই তারকার এমন জয় অবশ্য গত পাঁচ বছরের সাফল্যের প্রমাণ। সংসদে আসন পাওয়ার পর থেকেই এলাকাবাসীর উন্নয়নে নিজেকে সঁপে দিয়েছিলেন তিনি। দিন রাত কাজ করে গিয়েছেন, নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে জনগণের দুঃখ মোচনের চেষ্টা করেছেন। সেটার প্রতিদান দিতে ভোলেনি তাঁরাও, ভোটের আগে প্রচারণার সময় প্রত্যেকের মাঝেই দেখা গিয়েছিল স্বতঃস্ফূর্ততা, দূরদূরান্ত থেকেও অনেকে এসেছিলেন তাঁর সঙ্গে দেখা করতে।

এত মানুষের ভালবাসা আর দোয়া বৃথা যায়নি, সদ্য সমাপ্ত নির্বাচনে প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত হলেন, এর মধ্য দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার সুযোগ পেলেন তিনি।

এছাড়া আগামী দিনে আরো বড় পরিসরে কাজ করতে পারার সম্ভাবনা সৃষ্টি হয়েছে এই জয়ের মাধ্যমে। কি জানি, হয়তো ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেও পেতে পারেন মাশরাফি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link