এক ম্যাচে তিনটা ভিন্ন স্কোয়াড!

পাটনার মঈন উল হক স্টেডিয়ামে মুম্বাই ও বিহারের ম্যাচ ছিল, স্বাভাবিকভাবেই ম্যাচের আগে দুই দল উপস্থিত হওয়ার কথা। কিন্তু বিস্ময়কর ব্যাপার, ম্যাচের দিন মাঠে হাজির হয়েছে তিনটা ভিন্ন ভিন্ন স্কোয়াড!

পাটনার মঈন উল হক স্টেডিয়ামে মুম্বাই ও বিহারের ম্যাচ ছিল, স্বাভাবিকভাবেই ম্যাচের আগে দুই দল উপস্থিত হওয়ার কথা। কিন্তু বিস্ময়কর ব্যাপার, ম্যাচের দিন মাঠে হাজির হয়েছে তিনটা ভিন্ন ভিন্ন স্কোয়াড! ভুল করে অন্য কোন দল পাটনায় চলে এসেছে এমনটা ভাবার কোন কারণ নেই, কেননা তিনটি স্কোয়াডের দুইটিই বিহার রাজ্য দল হিসেবেই এসেছে।

এমন দৃশ্যই দেখা গিয়েছে গত শুক্রবার, আর সেজন্য নির্দিষ্ট সময়ে খেলা শুরু করা যায়নি। এমনকি এই ঘটনাকে কেন্দ্র করে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন (বিসিএ) এর কর্মকর্তাদের মধ্যে উত্তপ্ত বাক্য-বিনিময় হয়েছিল, পুলিশকেও একটা পর্যায়ে হস্তক্ষেপ করতে হয়।

পরবর্তীতে জানা যায়, মাঠে আগে পৌঁছানো স্কোয়াড নির্বাচন করেছেন বিসিএ সভাপতি রাকেশ তিওয়ারি। অন্য আরেকটা স্কোয়াড ছিল বোর্ড থেকে বহিস্কৃত সেক্রেটারি অমিত কুমারের নির্বাচিত। যদিও শেষপর্যন্ত রাকেশের স্কোয়াড ম্যাচে অংশ নিয়েছিলেন।

এসব নিয়ে বিসিএ এর জেলা প্রতিনিধি ওম প্রকাশ জসওয়াল বলেন, ‘বিসিসিআই বিহারের মূল দলকে খেলার অনুমতি দিয়েছে। এই ঘটনা ঘটেছে আসলে স্টেডিয়ামের বাইরে। আগের সচিব অমিত কুমার একটি জাল দল গঠন করেন। এবং তাঁর দল সমস্যা তৈরি করার চেষ্টা করেছিল কিন্তু আমাদের নিরাপত্তা বাহিনী তাঁদের প্রতিরোধ করেছে।’

বিসিএ এর সিইও মনীশ রাজ বলেন, ‘কিছু মানুষ একটি বিতর্ক তৈরি করার চেষ্টা করেছিল। এখন আসল দলটি আপনাদের সামনে খেলছে, তাঁরা ভাল করছে। অন্য কেউ নিজেকে সচিব দাবি করছে, অথচ আমাদের ইতোমধ্যে একজন সচিব রয়েছেন; এটা আসলে দু:খজনক।’

২০২২ সালে বিসিএ সভাপতির সঙ্গে সাবেক সচিব অমিত কুমারের সম্পর্কের অবনতি ঘটে। তাঁদের বিবাদ ধীরে ধীরে বাড়তে থাকায় বাধ্য হয়ে অমিতকে সচিব পদ থেকে সরিয়ে দেয়া হয়। এরপর থেকে রাজ্য ক্রিকেট বোর্ডের কোন পদে নেই তিনি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...