বাংলাদেশের ইতিহাসের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার তাঁর পরীক্ষা করা হয়, শনিবার আসে ফলাফল।
দু’দিন ধরে জ্বরে ভুগছিলেন নড়াইল-২ আসনের এই সংসদ সদস্য। সাথে শরীর ও মাথাব্যাথাও ছিল। কোভিড ১৯ পজিটিভ আসলেও আপাতত মাশরাফির অবস্থা স্থিতিশীল। নিজের বাসাতেই আইসোলেশনে আছেন নড়াইল এক্সপ্রেস।
মাশরাফির ভাই মোরসালিন বিন মুর্তজা বলেন, ‘কয়েকদিন ধরে তাঁর (মাশরাফি) শরীরটা ভাল না। তাই, সতর্কতার স্বার্থে টেস্ট করানো হয়। রেজাল্টে পজিটিভ এসেছে। এখন তাকে বাসায় আইসোলেশনে রাখা হয়েছে।’
করোনা ভাইরাস প্রতিরোধে মাঠ পর্যায়ে কাজ করেছেন মাশরাফি। দু’বার তাকে ঢাকা থেকে আসতে হয়েছিল নড়াইলে।
যত দিন যাচ্ছে বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ। এর আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি করোনা ভাইরাসে আক্রান্ত হন। আক্রান্তের তালিকায় আছেন সাবেক বাংলাদেশি ওপেনার নাফিস ইকবালও।