একটি সংকট! বিশেষ একটি জার্সির সংকট। বিশ্ব বাজারে কোথাও পাওয়া যাচ্ছে না লিওনেল মেসির জার্সি। ক্রেতাদের চাহিদায় ঠিক কুলিয়ে উঠতে পারছে না মেসি ও আর্জেন্টিনার জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস। বুয়েন্স আয়ার্স থেকে মাদিদ, দোহা থেকে টোকিও, অ্যাডিডাসের কোনো আউটলেটেই মিলছে না মেসির ১০ নম্বর জার্সি।
শুধু মেসির জার্সি নয় স্টক আউট হয়ে গেছে আর্জেন্টিনার জার্সিও। এখন পর্যন্ত আর্জেন্টিনার বিশ্বকাপ দৌড় শেষ হয়নি। কাতার বিশ্বকাপের গ্রান্ড ফিনালেতে পৌঁছে গেছে তারা। ৩৬ বছরের বিশ্বকাপ খরা কাটাতে আর মাত্র এক ধাপ পিছনে আলবিসেলেস্তারা। আর এ পথযাত্রার কারণেই সারা বিশ্বে মেসির ১০ নম্বর জার্সিসহ আর্জেন্টিনা দলের জার্সির চাহিদা বেগতিক হারে বেড়েছে। যার কারণে একরকম বেকায়দায় পড়েছেন অ্যাডিডাস।
এমনিতে অ্যাডিডাসের সবচেয়ে বেশি অর্থের উৎসের যোগান দেয় এই আর্জেন্টিনার জার্সি। এর চেয়ে কোনো দল বা খেলোয়াড়ের জার্সি এর আগে এত বিক্রি করেনি অ্যাডিডাস। তবে এবার বিক্রির পরিমাণ এতোই বেড়ে গেছে যে তারা মধুর এক সমস্যায় পড়েছে। প্রোডাশন বাড়লেও তার চেয়ে কয়েক গুণ হারে বাড়ছে ক্রেতাদের চাহিদা।
আর ক্রেতারা জার্সি না পাওয়ায় অ্যাডিডাসের পাশাপাশি ঝামেলায় পড়েছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনকে (এএফএ)। প্রতিদিনই তাদের ক্রেতাদের অভিযোগের সামনে পড়তে হচ্ছে। এ নিয়ে তাই অফিশিয়াল বিবৃতিও জানিয়েছে এএফএ।
তাঁরা বলেছেন, ‘আমাদের এ নিয়ে কিছু করার নেই। জার্সির পুরো ব্যাপারটাই নিয়ন্ত্রণ করছে অ্যাডিডাস। তবে বেশ কিছু সময় জার্সি আমদানির ক্ষেত্রে কোনো কোনো দেশে সমস্যা হয়। তাছাড়া লোকবলেরও কিছুটা ঘাটতি আছে।’
এ দিকে জার্সি ফুরিয়ে যাওয়া ব্যাপারে অ্যাডিডাস বলছে, অল্প সময়ের মধ্যে রাতারাতি এতো উৎপাদন বাড়ানো তাদের পক্ষে অসম্ভব। তবে তাদের কর্মীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছে। ফাইনালের আগে তারা জার্সি উৎপাদনের ব্যাপারে বেশ আশাবাদী।এতে করে জার্সি সংকট কিছুটা কাটবে বলে মনে করে জার্মানির এ জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান।
অ্যাডিডাসে বর্তমানে মেসির ১০ নম্বর জার্সি স্টকআউট হয়ে গেলেও কাস্টমাইজড কিছু জার্সি এখনও সেখানে পাওয়া যাচ্ছে। এর মধ্যে ‘মেসি ফেনোমেনন’ লেখা একটি জার্সি বেশ জনপ্রিয় হয়েছে। আর কোয়ার্টার ফাইনাল ম্যাচের পর ডাচ খেলোয়াড়কে উদ্দেশ্য করে মেসির বলা, এখানে কী খুঁজছো, বোকা?- সেই উক্তি নিয়েও একটি জার্সি প্রস্তুত করেছে অ্যাডিডাস। বর্তমানে এ দুটি জার্সিই অ্যাডিডাসের আউটলেটে পাওয়া যাচ্ছে।