চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন

পরম আরাধ্য বিশ্বকাপ শিরোপা জেতা শেষ। অর্জনের চক্র পূরণ হয়েছে। আর্জেন্টিনার জার্সি গায়ে শূন্য থেকে  শিখরেও ওঠা হয়ে গেছে। ২০২২ সালটা তাই কখনোই ভুলতে চাইবেন না লিওনেল মেসি। তবে নামটা যখন মেসি, তখন  বিশ্বকাপ জিতেই কেন অর্জনের খাতায় ফুলস্টপ বসাবেন? বিশ্বকাপ শিরোপার পর এবার ব্যক্তিগত অর্জনে যোগ করলেন ‘চ্যাম্পিয়ন অব দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস’ এর মুকুট।

মূলত প্রতিবছরই ফ্রান্সের পত্রিকা ‘লেকিপ’ ক্রীড়াঙ্গনের সেরা খেলোয়াড় নির্বাচিত করে থাকে। এবার বিশ্বের সব খেলার সব খেলোয়াড়দের মধ্যে সেরা নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। ঠিক ১১ বছর বাদে এই প্রথম কোনো ফুটবলার এ পুরস্কার জিতলেন। অবশ্য ১১ বছর আগে মেসিই এ পুরস্কারটি জিতেছিলেন।

সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে মেসি এবার পেছনে ফেলেছেন ২০২২ সালে দুটি গ্র্যান্ডস্লাম জয়ী রাফায়েল নাদাল। গত বছরে অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন জিতলেও মেসির বিশ্বকাপ জয়ের শ্রেষ্ঠত্বে শেষ পর্যন্ত এ পুরস্কার জেতার দৌড়ে পিছিয়ে গেছেন স্প্যানিশ এ টেনিস তারকা।

মেসির আর্জেন্টিনার কাছে ফাইনাল হেরে গেলেও সে ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। পুরো টুর্নামেন্ট ৮ গোল করে জিতেছিলেন গোল্ডেন বুটের পুরস্কার। আর সেই কারণেই লেকিপের দৃষ্টিতে এ বছরে ফ্রান্সের সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন এমবাপ্পে।

এ পুরস্কার জেতার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন গতবারের ব্যালন ডি অর জয়ী ফুটবলার করিম বেনজামাকে। এ ছাড়া এ পুরস্কার জেতার দৌড়ে ছিলেন ২০২২ শীতকালীন অলিম্পিকে দুটি সোনা জেতা কুয়েনতিন ফিলো–মাইলেত।

লেকিপের এ পুরস্কার দেওয়া হয় পত্রিকাটির ক্রীড়া বিভাগের সাংবাদিকদের ভোটের মাধ্যমে। সাংবাদিকদের প্রদেয় ভোটে পয়েন্টের ভিত্তিতে এ পুরস্কার নির্ধারণ করা হয়। একজন সাংবাদিক মনোনীত খেলোয়াড়দের মধ্যে ৫ জনকে বেছে নিতে পারেন। সাংবাদিকের ভোটে প্রথম হওয়া খেলোয়াড় পান ৬ পয়েন্ট, দ্বিতীয় হওয়া খেলোয়াড় পান ৪ পয়েন্ট, আর তৃতীয় হওয়া খেলোয়াড় পান ৩ পয়েন্ট।

১৯৮০ সাল থেকে লেকিপ প্রতি বছরই এ অ্যাওয়ার্ডটি প্রদান করে থাকে। সর্বোচ্চ ৫ বার এ পুরস্কার জিতেছেন উসাইন বোল্ট। আর গতবার যুগ্মভাবে এ পুরস্কার জিতেছিলেন নোভাক জকোভিচ আর এলাইন থমসন। ফুটবলারদের মধ্যে মেসি বাদে এ পুরস্কার জিতেছেন ইতালির পাউলো রসি, ব্রাজিলের রোমারিও আর ফ্রান্সের জিনেদিন জিদান।

এই তিন জনের সবাই একবার করে এ পুরস্কারটি জিতেছেন। তাই ২০১১ এর পর ২০২২ সালে আবারো এ পুরস্কার জেতায় একমাত্র ফুটবলার হিসেবে দুইবার লেকিপের বর্ষসেরা ক্রীড়াবিদ হওয়ার কীর্তি গড়লেন লিওনেল মেসি।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link