অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের শুরুটা বেশ ‘ভোকাল’ ছিল। আর স্ট্যাম্প মাইকের সুবাদে তার অনেকটাই স্পষ্ট শোনা গেছে। বিশেষ করে উইকেটরক্ষক লিটন দাসের সাথে মিরাজের বাক্য বিনিময় ছিল উপভোগ্য।
অ্যান্টিগা টেস্টের প্রথম সেশনে বাংলাদেশ রাজত্ব করলেও দ্বিতীয় সেশনে ম্যাচে ফিরে ওয়েস্ট ইন্ডিজ। এখানে ওয়েস্ট ইন্ডিজ হারায় মোটে একটা উইকেট।
সেশন শেষ হওয়ার আগে উইকেট পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ দল। চা-বিরতির আগে শেষ ওভারটা করেন মিরাজ।
স্ট্রাইকে তখন বড় ইনিংস খেলা মিকাইল লুইস। লিটন বলেন, ‘একটা ছয় খা মিরাজ, একটও হাওয়া দে।’ উদ্দেশ্যটা পরিস্কার, ব্যাটারকে হাত খুলে খেলার সুযোগ দিয়ে, তাঁর ভুলের সুযোগ কাজে লাগানো।
যদিও, লিটনের কথা শোনেননি মিরাজ। সেই ওভারে লুইসকে তুলে মারার সুযোগ দেননি। লিটনের পরিকল্পনা তাই যুক্তিসঙ্গত ছিল কি না বোঝার উপায় থাকল না।
প্রথম দুই সেশনে বাংলাদেশের সেরা বোলার অবশ্যই তাসকিন আহমেদ। ১২ ওভার বোলিং করেছেন। দু’টো উইকেট পেয়েছেন। আক্ষরিক অর্থেই তাসকিনের এই বোলিংয়ে তালি দিলেন মিরাজ।
সবাইকে উৎসাহ দিলেন তালি দিতে। বললেন, ‘তাসকিনের জন্য তালি দে, কষ্ট করতিসে ভাই আমার।’