বল হাতে তাঁর ধারাবাহিকতা তো ছিলই। ইকোনমিক্যাল বোলিং, সাথে প্রয়োজনের সময় দলকে উইকেট এনে দেয়া। এই কাজের জন্য বাংলাদেশ দলে মেহেদী হাসান মিরাজের কোন বিকল্প নেই। তবে গত বছর নিজেকে তিনি প্রমাণ করেছেন নতুন করে। ব্যাট হাতেও মিরাজ যে এতটা ধারবাহিক হতে পারেন তা আগে কখনোই দেখেনি ক্রিকেট বিশ্ব।
ব্যাট-বল দুই ডিপার্টমেন্টে দুরন্ত পারফর্ম করা মিরাজ এবার জায়গা করে নিয়েছেন ২০২২ সালের আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে। বাংলাদেশ থেকে একমাত্র মিরাজই আছেন আইসিসির এই একাদশে। এছাড়া দলটির অধিনায়ক নির্বাচিত হয়েছেন পাকিস্তানের বাবর আজম।
স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে মিরাজের সাথে এই একাদশে আছেন সিকান্দার রাজাও। জিম্বাবুয়ের এই অলরাউন্ডার বছর জুড়ে দারুণ পারফর্ম করেছেন। ব্যাট-বল দুই ডিপার্টমেন্টেই তাঁর উন্নতি চোখে পড়ার মত।
ওদিকে মেহেদী হাসান মিরাজ নিজেকে অলরাউন্ডার হিসেবে প্রমাণ করেছিলেন বয়সভিত্তিক ক্রিকেটেই। ফলে তখন থেকেই তাঁর ব্যাটিং প্রতিভা সম্পর্কে ধারণা ছিল দেশের ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট মানুষদের। তবে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে ব্যাট করার তেমন সুযোগই পাচ্ছিলেন না মিরাজ।
তাঁকে ব্যাট করতে হয় আট নাম্বারে। গত বছর সেখানে নেমেও তিনি বাংলাদেশকে কয়েকটি ম্যাচ জিতিয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে আফিফের সাথে জুটি গড়ে দলকে নিয়ে গিয়েছিলেন জয়ের বন্দরে। এরপর ভারতের বিপক্ষেও টানা দুটি ম্যাচে জয় এনে দিয়েছেন নিজের ব্যাটিং দিয়ে। আর বল হাতে তাঁর ছুটে চলা তো অব্যাহত ছিলই।
২০২২ সালে ১৫ টি ওয়ানডে ম্যাচ খেলে মিরাজ তুলে নিয়েছিলেন ২৪ উইকেট। এরমধ্যে ২৯ রান খরচ করে চার উইকেট নেয়ার মত পারফর্মেন্সও রয়েছে। এছাড়া ব্যাট হাতে গত বছর তিনি করেছেন মোট ৩৩০ রান। ওয়ানডে ফরম্যাটে মিরাজ ব্যাটিং করেছেন ৬৬ গড়ে। সাথে আছে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরিও।
আইসিসি তাঁদের ওয়েবসাইটে মিরাজকে নিয়ে লিখেছে,’ মেহেদী হাসান মিরাজ গত বছর অন্যতম ধারাবাহিক অলরাউন্ডারদের একজন হিসেবে নিজেকে প্রমাণ করেছে। সাথে কিছু অসাধারণ পারফর্মেন্স দেখিয়েছে। সব সময়ের মত কার্যকর বোলিং করার পাশাপাশি সে নিজের ব্যাটিংয়েও অনেক উন্নতি করেছে। কিছু কঠিন সময়ে বাংলাদেশের হয়ে পারফর্ম করেছে।‘
সব মিলিয়ে ২০২২ সাল মেহেদী হাসান মিরাজের জন্য ছিল স্বপ্নের মত। ব্যাট-বল হাতে তাঁর ছুটে চলা দেখেছে গোটা ক্রিকেট দুনিয়া। সেই ছুটে চলার স্বীকৃতও মিললো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে। জায়গা করে নিয়েছেন দুনিয়ার সেরাদের নিয়ে গড়া ওয়ানডে দলে।