ম্যানইউতে যাবেন গ্রিজম্যান?

ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায়ের পর দলকে নতুন করে সাজানোর কাজ করছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। দলবদলের বাজারে তাই সূক্ষ্ম নজর রাখছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত বছরের গ্রীস্মকালীন দলবদলেই ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজম্যানকে দল আনতে চেয়েছিলেন টেন হাগ।

ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায়ের পর দলকে নতুন করে সাজানোর কাজ করছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। দলবদলের বাজারে তাই সূক্ষ্ম নজর রাখছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত বছরের গ্রীষ্মকালীম দলবদলেই ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজম্যানকে দলে আনতে চেয়েছিলেন টেন হাগ।

নতুন মৌসুমে দল গোছানোর জন্য আক্রমণ ভাগের দিকেই বেশি মনযোগ দিচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত মৌসুমে রিয়াল মাদ্রিদ তারকা ক্যাসেমিরোকে দলে ভেরানোর পর অনেকটাই গোছানো দেখাচ্ছে ইউনাইটেডের মধ্যমাঠ।

তবে, আক্রমণভাগের শক্তি বাড়াতে অ্যাটলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড গ্রিজম্যানকে দলে আনতে চাইছে ইউনাইটেড। ক্যাসেমিরোর সাথে চুক্তি করতে মাদ্রিদে অবস্থানের সময়ই গ্রিজম্যানের এজেন্টের সাথে কথা বলেছিল ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ।

যদিও ম্যানচেস্টার ইউনাইটেডে আসতে খুব একটা আগ্রহী নন বিশ্বকাপ জয়ী এই তারকা। বার্সেলোনা অধ্যায়টা নিশ্চই ভুলে যেতে চাইবেন গ্রিজমান। বার্সা ছেড়ে পুনরায় লোনে অ্যাটলেটিকো মাদ্রিদে ফিরেছেন গ্রিজমান। যদিও গ্রিজম্যানের পুনরায় দলবদল নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল কারণ গ্রিজমানকে বার্সা থেকে পুরোপুরি কিনে নিতে বিলম্ব করছিল অ্যাটলেটিকো।

গ্রিজমানের প্রিমিয়ার লিগে যাবার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন গ্রিজমান নিজেই।অ্যাটলেটিকো মাদ্রিদেই সুখে আছেন বলেই জানান তিনি। মাদ্রিদের ক্লাবটির সাথে পূর্ণাঙ্গ চুক্তি স্বাক্ষর করাতেই আপাতত মনোযোগ তাঁর।

সামনের মৌসুমের জন্য আক্রমণ ভাগের ধার বাড়াতে বড় নামের জন্য খোঁজ করছে ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও গ্রিজম্যান তাদের পছন্দের তালিকায় ছিলেন। কিন্তু গ্রিজম্যানের অনাগ্রহের পর অন্য ফরোয়ার্ডদের সাথে কথাবার্তা চালাচ্ছে ইউনাইটেড।

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...