মিরাজ একাই একশ!

বল কিংবা ব্যাট হাতে এই মুহূর্তে বাংলাদেশের ত্রাতা যেন মেহেদী হাসান মিরাজ। যখন যা প্রয়োজন দলের জন্য যেন তাই করছেন তিনি। বিশেষ করে জিম্বাবুয়ে সিরিজে যেন লড়াই করেছেন নিজের সবটা দিয়ে। তাই তো ম্যান অব দ্য ম্যাচ কিংবা ম্যান অব দ্য সিরিজ—সবকিছুতেই ওই একটাই নাম মেহেদী হাসান মিরাজ।

বল কিংবা ব্যাট হাতে এই মুহূর্তে বাংলাদেশের ত্রাতা যেন মেহেদী হাসান মিরাজ। যখন যা প্রয়োজন দলের জন্য যেন তাই করছেন তিনি। বিশেষ করে জিম্বাবুয়ে সিরিজে যেন লড়াই করেছেন নিজের সবটা দিয়ে। তাই তো ম্যান অব দ্য ম্যাচ কিংবা ম্যান অব দ্য সিরিজ—সবকিছুতেই ওই একটাই নাম মেহেদী হাসান মিরাজ।

প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে হারতে হয় টাইগারদের। প্রথম ম্যাচ শেষে ব্যর্থতার বৃত্তে ঘুরতে থাকা দলটির প্রাপ্তির জায়গাটা ছিল ওই মিরাজই। ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে মিরাজ ছিলেন স্বমহিমায়। দুই ইনিংসেই গড়েছিলেন ফাইফারের রেকর্ড।

তবে নিজের সবটা যেন জমা করে রেখেছিলেন দ্বিতীয় টেস্টের জন্য। সাগরিকায় প্রথম ইনিংসে বল হাতে উইকেটশূন্য থাকলেও ব্যাট হাতে ঘুরিয়ে দিয়েছেন ম্যাচের মোমেন্টাম। গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতে ১০৪ রানের ঝলমলে ইনিংস খেলেন, তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয়তম সেঞ্চুরি। ফলস্বরূপ বাংলাদেশও পায় বড় রানের লিড।

তবে এখানেই শেষ করেননি মিরাজ। বল হাতে যেন একাই গুড়িয়ে দিলেন জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ, তুলে নেন এই সিরিজের তৃতীয়তম ফাইফার। টেস্ট ক্যারিয়ারে এখন তার ৫ উইকেট নেওয়ার সংখ্যাটা ১৩।
পুরো সিরিজে মিরাজ নিয়েছেন ১৫ উইকেট, সাথে ব্যাটিংয়ে ১১৬ রান। সেই সাথে গড়েছেন বেশ কিছু রেকর্ড, সেগুলোতে একটু চোখ মেলানো যাক।

মিরাজ এখন একই টেস্টে সেঞ্চুরি করা ও ৫ উইকেট শিকারি বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার। ২ হাজার রান ও ২০০ উইকেটের মাইলফলক এখন তার নামের পাশে। একই সিরিজে এক ম্যাচে ১০ উইকেট শিকার ও এক ইনিংসে সেঞ্চুরি করা টেস্ট ইতিহাসের সপ্তম ক্রিকেটার এখন মেহেদী মিরাজ। টেস্টে তৃতীয়বার ম্যান অব দ্য ম্যাচ, সেই সাথে তৃতীয়বার ম্যান অব দ্য সিরিজ জয়ের রেকর্ডটি লিখে রাখলেন নিজের নামের পাশে।

বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানের পর যোগ্য উত্তরসূরী কে হবেন? প্রশ্নটা নিয়ে অনেক ধোঁয়াশা ছিল। তবে আকাশের কালো মেঘ সরিয়ে জায়গাটা এখন মিরাজের দখলে। যা দেশের ক্রিকেটের জন্য বোধহয় সবচেয়ে বড় স্বস্তি।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link