আবারো পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) ফিরছেন সাবেক অধিনায়ক, কোচ মিসবাহ উল হক। পিসিবির ক্রিকেট কমিটির প্রধান হতে যাচ্ছেন তিনি।
ক্রিকেট ক্যারিয়ারে পাকিস্তানকে বেশ ক’বছর নেতৃত্ব দিয়েছেন মিসবাহ। খেলোয়াড়ী জীবনের পাঠ চুকিয়ে এরপর পাকিস্তানের নির্বাচক, এমনকি প্রধান কোচেরও দায়িত্ব পালন করেছেন তিনি।
তবে, এবার পাকিস্তান ক্রিকেটে তাঁর কর্মযজ্ঞ হতে যাচ্ছে ভিন্ন। মূলত পিসিবির প্রশাসনিক কাজেই দেখা যাবে তাঁকে। এ ক্ষেত্রে পিসিবি’র বর্তমান চেয়ারম্যান জাকা আশরাফের আশরাফের পরামর্শক হতে পারেন মিসবাহ।
অতি সাম্প্রতিক কালেই পিসিবির নতুন কমিটির প্রধান হয়েছেন জাকা আশরাফ। তখনই ধারণা করা হচ্ছিল, পিসিবিকে ঢেলে সাজাতে যাচ্ছেন তিনি। আর সেই প্রক্রিয়ায় নতুন করে ক্রিকেট কমিটি নিয়োগ দিতে যাচ্ছে তাঁরা।
তবে নির্ভরযোগ্য তথ্যসূত্র বলছে, এই কমিটিতে মিসবাহ প্রধান হলেও পদটিতে মূলত তাঁকে বসানো সম্মানসূচক স্বীকৃতি হিসেবে। সে ক্ষেত্রে পিসিবি থেকে তিনি কোনো বেতন গ্রহণ করবেন না। অর্থাৎ, অবৈতনিক হয়েই পদটিতে কাজ করবেন মিসবাহ। অবশ্য সেটি এখনও চূড়ান্ত হয়নি।
২০২১ সালে পিসিবির প্রধানের দায়িত্ব থেকে রমিজ রাজা সরে যাওয়ার কিছুদিন পরই কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন মিসবাহ। রমিজের জায়গায় নাজাম শেঠি আসার ফলে ক্রিকেট সংশ্লিষ্ট অনফিল্ডের কোনো ভূমিকায় দেখা যায়নি মিসবাহকে।
এ সময়কালে বিভিন্ন টিভি চ্যানেলে ক্রিকেট বিশ্লেষকের কাজ করে যাচ্ছিলেন। অবশ্য নাজাম শেঠির বিদায়ের পর পিসিবিতে আবারো একটা পালাবদল ঘটেছে। তাঁর জায়গা এসেছেন জাকা আশরাফ। আর এর পরই ক্রিকেট কমিটির প্রধান পদে নিযুক্ত হলেন মিসবাহ।
আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৭৬ টি ম্যাচ খেলা মিসবাহ পাকিস্তান ক্রিকেটে রেখেছেন অনন্য অবদান। তাঁর সময়েই পাকিস্তান টেস্ট ক্রিকেটের এক নম্বর দল হয়েছিল। এ ছাড়া কোচ হিসেবেও নিজের কাজের স্বাক্ষর রেখে গিয়েছেন তিনি।