অস্ট্রেলিয়া সফর নিয়ে বাংলাদেশ দলের হাহাকার অনেক দিনের। টেস্ট জমানার একদম শুরুতে অস্ট্রেলিয়ায় পূর্ণাঙ্গ সফর পেলেও এরপর আর তেমন সুযোগ মেলেনি। সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যাওয়ার অভিজ্ঞাও ১৫ বছর পুরনো।
তবে, ২০২৬ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে অস্ট্রেলিয়ায় সিরিজ খেলবে বাংলাদেশ দল। আর সেজন্যই এখন থেকেই দলকে প্রস্তুত করতে চান কোচ চান্দিকা হাতুরুসিংহে।
এ বছরের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। সেখানে খেলবে চার দিনের ম্যাচ ও ওয়ানডে সিরিজ। দলটিতে থাকবেন ওয়ানডে দলের বাইরে থাকা টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্যরা।
এই পরিকল্পনা মূলত হাতুরুসিংহে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হেড অব প্রোগ্রাম ভেভিড মুরের। দু’জনের সাথেই অস্ট্রেলিয়ার যোগাযোগ ভাল, বিশেষ করে প্রাদেশিক দলগুলোর।
ম্যাচগুলো হবে ভিক্টোরিয়া, সাউথ অস্ট্রেলিয়া ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সাথে। ভেন্যু হতে পারে যথাক্রমে মেলবোর্ন, অ্যাডিলেড ও পার্থ। সূচি এখনও চূড়ান্ত হয়নি।
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক্ষেত্রে বিসিবিকে কোনো রকম সহযোগীতা না করলেও, সংস্থাটির পাশে আছে অস্ট্রেলিয়ান দূতাবাস। এটা তাঁদের কূটনীতির অংশ। আর নিজেদের প্রয়োজনেই বিসিবি এই সম্পর্কটা ধরে রাখতে চায়।
জাতীয় দলই যে দেশে ম্যাচ পায় না, সেখানে ‘এ’ দলের ম্যাচ আয়োজন প্রায় অসম্ভব। সেজন্যই, প্রাদেশিক দলগুলোকে বেছে নেওয়া হয়েছে। আর জাতীয় দলের বাইরে কোনো দল নিয়ে অস্ট্রেলিয়ায় এর আগে একবারই গিয়েছিল বিসিবি।
সেটা ২০১৭ সালের কথা। সেবার এইচপি দলের হয়ে আটদিনের অস্ট্রেলিয়া সফর করে আসেন লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন, এনামুল হক বিজয়, ইয়াসির আলী চৌধুরী রাব্বি ও মোহাম্মদ সাইফউদ্দিনের মত ক্রিকেটাররা। প্রতিপক্ষ ছিল নর্দান টেরিটরি।
সেই দলের অধিনায়ক লিটন দাসকেই কিন্তু এখন আগামীর অধিনায়ক বলে বিবেচনাও করছে বিসিবি। তিন ফরম্যাটেই আন্তর্জাতিক নেতৃত্বের স্বাদ পেয়ে গেছেন তিনি।