রান তাড়ার শতককাব্য

একদিনের ক্রিকেটে সেঞ্চুরি করাটা বেশ বড় একটি পরীক্ষা। এখানে সেঞ্চুরি করার জন্য ধৈর্য্যের পাশাপাশি আক্রমণাত্মকও হতে হয়। কেননা এখানে ম্যাচের পরিস্থিতি বুঝে ব্যাট না করে শুধু সেঞ্চুরির জন্য ব্যাট করলে তা হীতে বিপরীত হতে পারে। অনেক সময় এই সেঞ্চুরিও দলের পরাজয়ের কারণ হতে পারে। ধরুন, কোনো বড় টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাটসম্যান ধীরগতির এক সেঞ্চুরি করলেন। এই সেঞ্চুরি উল্টো দলের জয়ে বাধা হয়ে দাঁড়াতে পারে।

তবে ম্যাচের চাহিদা অনুযায়ী ব্যাট করে সেঞ্চুরি করে যদি দলকে জয় এনে দেয়া যায় তা সেই ব্যাটসম্যানের জন্য এক বিশাল অর্জন। তবে বিশাল ব্যাপরটাকে রীতিমত ডাল-ভাতে পরিণত করেছেন কিছু ব্যাটসম্যান। যারা এই চাপ নিতেই ভালবাসেন। ওই চাপ নিয়ে পৌছে যান সেই তিন অংকের ম্যাজিক ফিগারে, দলকে পৌছে দেন কাঙ্খিত লক্ষ্যে। ক্রিকেটে তাঁরা গ্রেট ফিনিশারের তকমা পান। এই ডাল-ভাত বানানো ব্যাটসম্যানদেরকেই আজ খুঁজে বের করেছে খেলা ৭১।

  • সাঈদ আনোয়ার (পাকিস্তান)

ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যান সাঈদ আনোয়ার। চোখের প্রশান্তি দেয়া এই ব্যাটসম্যান খেলতে পারতেন সব রকমের ক্রিকেটীয় শট।

ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের হয়ে প্রায় ৪০ গড়ে করেছেন ৮৮২৪ রান। তার ক্যারিয়ারে রয়েছে ২০ টি ওয়ানডে সেঞ্চুরি যার মধ্যে ৯ টিতেই তিনি পরে ব্যাট করে দলকে জয় এনে দিয়েছেন।

  • সনাথ জয়সুরিয়া (শ্রীলঙ্কা)

শ্রীলংকান এই ব্যাটাসম্যান তার সময়ের বোলারদের জন্য রীতিমত এক আতঙ্কের নাম ছিলেন। আক্রমণাত্মক এই ব্যাটসম্যান দুনিয়ার নামীদামী সব বোলারদের তুলোধোনা করেছেন। এখনো তিনি শ্রীলঙ্কার উঠতি ক্রিকেটারদের জন্য আইকন।

১৯৯৬ বিশ্বকাপ জয়েও এই ব্যাটার গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছিলেন। ওয়ানডে ক্রিকেটে পাহাড়সম ১৩ হাজারের অধিক রানের মালিক এই ক্রিকেটার। তার মোট ওয়ানডে সেঞ্চুরি ২৮ টি যার ৯টি তেই তিনি রান তাড়া করে দলকে জয় এনে দিয়েছেন।

  • তিলকারত্নে দিলশান (শ্রীলঙ্কা)

শ্রীলঙ্কার আরেকজন কিংবদন্তি ব্যাটসম্যান দিলশান। তিনি তার নিজের দিনে যেকোনো বোলারকে সীমানার বাইরে উপড়ে ফেলতে পারেন।

প্রায় ৯০ ছুঁই ছুঁই স্ট্রাইক রেটে একদিনের ক্রিকেটে ১০ হাজার রানের মালিক এই ব্যাটসম্যান। রান তাড়া করার ক্ষেত্রেও একই রকম নির্ভার দিলশান। তিনিও দলকে নয়বার সেঞ্চুরি করে লক্ষ্যে পৌছে দিয়েছেন।

  • শচীন টেন্ডুলকার (ভারত)

ভারতের সর্বকালের সেরা এই ব্যাটসম্যানকে অনেকেই বলেন, তিনি খুব ভালো ফিনিশার নন। তবে যারা এই কথা বলছেন তাদের একবার শচীনের রান তাড়া করে সেঞ্চুরি করার রেকর্ডটা দেখে নেয়া উচিত।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তার রয়েছে ৪৯ টি সেঞ্চুরি। যার মধ্যে ১৪ টিতেই তিনি পরে ব্যাট করে দলকে জিতিয়ে এনেছেন। একদিনের ক্রিকেটে ১৮ হাজারেরও বেশি রানের মালিক এই গ্রেট ক্রিকেটার। প্রায় ৮৭ স্ট্রাইকরেটে ৪৯টি সেঞ্চুরি ও ৯৬ টি আফ সেঞ্চুরির মালিক তিনি।

  • বিরাট কোহলি (ভারত)

নির্দ্বিধায় বলা যায়, এক দিনের ক্রিকেটে রান তাড়া করে জয়ের জন্য ইতিহাসের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। এইজন্যই তাকে অনেকে ওয়ানডে ক্রিকেটের ব্র‍্যাডম্যান বলে ডাকেন। তার রানের ক্ষুধা তাঁকে আন্তর্জাতিক পর্যায়ে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে।

বিশ্বের যেকোনো জায়গায়,যেকোনো কন্ডিশনে,যেকোনো পরিস্থিতিতে রানের পর রান করে গেছেন ভারতের এই রানমেশিন। ক্যারিয়ারের এখনো অনেকটা বাকি থাকলেও এই ব্যাটসম্যান ইতিমধ্যে ১০ হাজার ওয়ানডে রানের মালিক। এই ফরম্যাটে তার সেঞ্চুরির সংখ্যা ৩৯ টি। যার মধ্যে ২১ টিই ছিল সফল রান তাড়া করার ঘটনা। এই সংখ্যা গুলোই প্রমাণ করে রান তাড়া করে ব্যাট করার জন্য ইতিহাসের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link