দীর্ঘ অপেক্ষার পর ঠিক পাঁচ বছর পর আবারো মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-টোয়েন্টি ক্রিকেট মানেই নাকি ব্যাটসম্যানদের খেলা। এই বিশ্বকাপেও কড়া নজর থাকবে ব্যাটসম্যানদের উপর। চার ছয়ের এই আসরে জমিয়ে তোলার বড় দায়িত্ব আছে তাঁদের কাঁধে। দর্শকরা অপেক্ষায় আছে দ্রুত রান তোলার এই লড়াই দেখার।
তবে এর আগেও অনুষ্ঠিত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ছয়টি আসর। সেখানে কয়েকজন ব্যাটসম্যান রীতিমত রাজ করেছেন। বিশ্বকাপের নতুন আসর শুরু হবার আগে চলুন তাঁদের একটু দেখে আসি। এই তালিকায় জড়ো করা হয়েছে এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের।
- এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)
টি-টোয়েন্টি ক্রিকেটের সফলতম ব্যাটসম্যানদের একজন এবিডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান টি-টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো আসরেই খেলেছেন। তবে এবার দেখা যাবেনা বিধ্বংসী এই ব্যাটসম্যানকে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে আছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে মোট ৩০ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। সেখানে সবমিলিয়ে ডি ভিলিয়ার্সের ঝুলিতে আছে ৭১৭ রান। ব্যাটিং করেছেন প্রায় ৩০ গড়ে। এছাড়া বিশ্বকাপে তাঁর স্ট্রাইকরেট ছিল ১৪৩.৪০। ৭৯ রানের সর্বোচ্চ ইনিংস সহ আছে ৫ টি হাফ সেঞ্চুরিও। সবমিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম সফল ক্রিকেটার ছিলে এবি ডি ভিলিয়ার্স।
- বিরাট কোহলি (ভারত)
টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি কোনো ফরম্যাটেই বিরাট কোহলিকে আপনি ঠিক এড়িয়ে যেতে পারবেন না। টি-টোয়েন্টি বিশ্বকাপের মাত্র ৩ টি আসরের খেলেই জায়গা করে নিয়েছেন এই তালিকা। আছেন চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে। এছাড়া এবার নিজেকে তালিকার আরো উপরে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই ব্যাটসম্যানের।
ভারতের এই অধিনায়ক বিশ্বকাপে খেলেছেন ১৬ টি ম্যাচ। বিশ্বকাপে তাঁর ব্যাটিং গড় রীতিমত বিস্ময়কর। ৮৬.৩৩ গড়ে করেছেন ৭৭৭ রান। ১৬ ম্যাচের ৭ টিতেই ছিলে নট আউট। ব্যাটিং করেছেন ১৩৩.০৪ স্ট্রাইকরেটে। ৮৯ রানের সর্বোচ্চ ইনিংস সহ এই ব্যাটসম্যানের ঝুলিতে আছে ৯ টি হাফ সেঞ্চুরিও। সবমিলিয়ে বিশ্বকাপের অন্যতম সফল ব্যাটসম্যান বিরাট কোহলি।
- তিলকারত্নে দিলশান (শ্রীলঙ্কা)
টি-টোয়েন্টি ক্রিকেটের আরেক কার্যকর ব্যাটসম্যানের নাম তিলকারত্নে দিলশান। শ্রীলঙ্কার হয়ে একটি বিশ্বকাপও জিতেছেন আক্রমণাত্মক এই ব্যাটসম্যান। দিলশানও বিশ্বকাপের প্রথম আসর থেকেই খেলেছেন।
শ্রীলঙ্কার হয়ে বিশ্বকাপে মোট ৩৫ টি ম্যাচ খেলেছেন দিলশান। সেখানে ৩০.৯৩ গড়ে দিলশান করেছেন ৮৯৭ রান। বিশ্বকাপে তাঁর ঝুলিতে আছে ৬ টি হাফ সেঞ্চুরিও। এছাড়া ব্যাটিং করেছেন ১২৪.০৬ স্ট্রাইকরেটে।
- ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)
টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে আলোচনা হলে ক্রিস গেইলের নাম আসবেই। বিশ্বকাপেও অন্যতম সফল ব্যাটসম্যান দ্য ইউনিভার্স বস। এখন অবধি বিশ্বকাপের সবগুলো আসরই খেলেছেন। খেলবেন এবারের আসরেও। এবার গেইলের সামনে আছে বিশ্বকাপে হাজার রান ও তালিকে শীর্ষে উঠে আসার সু্যোগ।
এখন অবধি ওয়েস্ট ইন্ডিজের হয়ে মোট ২৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন গেইল। সেখানে ৪০ গড়ে ব্যাট করে করেছেন ৯২০ রান। তিনিই একমাত্র বিশ্বকাপে ২ টি সেঞ্চুরি করেছেন। এছাড়া গেইল বিশ্বকাপে ব্যাটিং করেছেন ১৪৬.৭৩ স্ট্রাইকরেটে।
- মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা)
টি-টোয়েন্টি বিশ্বকাপের সফলতম ব্যাটসম্যানের নাম মাহেলা জয়াবর্ধনে। শ্রীলঙ্কার সাবেক এই ক্রিকেটার দেশটির হয়ে জয় করেছেন বিশ্বকাপও। তিনিই একমাত্র ব্যাটসম্যান যিনি বিশ্বকাপে হাজার রানের কোটা পূরণ করেছেন। তিনিই আছেন আমাদের এই তালিকার শীর্ষ অবস্থানে ।
জয়াবর্ধনে শ্রীলঙ্কার হয়ে বিশ্বকাপে মোট ৩১ টি ম্যাচ খেলেছেন। সেখানে প্রায় ৪০ গড়ে তাঁর ঝুলিতে আছে ১০১৬ রান। বিশ্বকাপে ১ টি সেঞ্চুরি ও ৬ টি হাফ সেঞ্চুরিও আছে তাঁর ঝুলিতে। এছাড়া বিশ্বকাপে তাঁর স্ট্রাইকরেট ১৩৪.৭৪।