মাস নয়, বছরজুড়ে পারফরম করতে চান মুশফিক

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম। প্লেয়ার অব দ্যা মান্থ পুরুস্কার জেতার পর এই উইকেটরক্ষক ব্যাটসম্যান জানিয়েছেন সারা বছরই দেশের হয়ে এই রকম পারফরম্যান্স করতে চান তিনি।

এক ভিডিও বার্তায় মুশফিক ধন্যবাদ দিয়েছেন যারা তাকে ভোট দিয়েছে তাদের। মুশফিক মনে করেন ভোট দিয়ে তারা শুধু তাকেই জেতায়নি; জিতিয়েছে বাংলাদেশকে।

মুশফিক বলেন, ‘প্রথমে আমি আইসিসিকে ধন্যবাদ দিতে চাই আমাকে মে মাসের জন্য নমিনেশন দেওয়ায়। তাঁর চেয়েও বড় ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে ভোট করেছেন। আমি মনে করি এটা শুধু আমাকে না বাংলাদেশকে আপনারা জিতিয়েছেন।’

মুশফিক চান সারা বছর পারফরম্যান্সের ধারাবাহিকতা রাখতে। তিনি বলেন, ‘ইনশাল্লাহ আমার চেষ্টা থাকবে সব সময় শুধু প্লেয়ার অব দ্য মান্থ না, পুরো বছর জুড়েই যেন আমার এই ধারাবাহিক পারফরম্যান্স বজায় থাকে। বাংলাদেশকে যেন আরো ভালো ভালো ইনিংস উপহার দিতে পারি এবং অনেক ম্যাচ জয়ী ইনিংস উপহার দিতে পারি।’

প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসাবে প্লেয়ার অব দ্য মান্থের পুরুস্কার পেলেন মুশফিক। তার সাথে মে মাসের সেরা হওয়ার দৌড়ে ছিলেন পাকিস্তানের পেসার হাসান আলী ও শ্রীলঙ্কার বাঁ-হাতি স্পিনার জয়াবিক্রমা।

তবে, দর্শক-পাঠকদের ভোটে বাকি দু’জনকে হারিয়ে পুরস্কারটা উঠলো বাংলাদেশের এই সাবেক অধিনায়কের হাতে। সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার ও সিনিয়র ক্রীড়া সাংবাদিকরাও সেরা নির্বাচনে অংশ নিয়েছেন।

গত মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে অনবদ্য পারফরম্যান্স করে এই পুরুস্কার জিতেছেন মুশফিকুর রহিম। তিন ওয়ানডেতে ৭৯ গড়ে ২৩৭ রান সংগ্রহ করেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। প্রথম দুই ম্যাচেই ম্যাচ সেরা হয়েছিলেন মুশফিক।

প্রথম ওয়ানডেতে ৮৪ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ওয়ানডেতে মুশফিকের ব্যাট থেকে এসেছিল ১২৫ রান। আর শেষ ওয়ানডেতে তিনি করেছিলেন ২৮ রান। এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের অনবদ্য ব্যাটিং পারফরম্যান্সেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম বারের মত সিরিজ জিতেছিল বাংলাদেশ।

চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও দারুণ ফর্মে রয়েছেন মুশফিক। এবারের আসরে আট ম্যাচে ৪৩.৫০ গড়ে ১৭৪ রান সংগ্রহ করেছেন এই ব্যাটসম্যান। তার দল আবাহনী লিমিটেডও পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে।

জানিয়ে রাখা ভাল, দারুণ ফর্মে থাকা মুশফিক জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না। টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। কিন্তু টেস্ট ও ওয়ানডে সিরিজে দেখা যাবে তাঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link