চলতি বছরের জানুয়ারি থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চালু করেছে ‘প্লেয়ার অব দ্যা মান্থ’ পুরুস্কার। প্রতি মাসের সেরা ক্রিকেটারকে দেওয়া হয় এই পুরুস্কার। মে মাসের পারফরম্যান্স অনুযায়ী এই পুরুস্কার পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
মুশফিকের পুরস্কার পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসাবে প্লেয়ার অব দ্য মান্থের পুরস্কার পেলেন মুশফিক। তাঁর সাথে মে মাসের সেরা হওয়ার দৌড়ে ছিলেন পাকিস্তানের পেসার হাসান আলী ও শ্রীলঙ্কার বাঁ-হাতি স্পিনার প্রাভিন জয়াবিক্রমা। তবে, দর্শক-পাঠকদের ভোটে বাকি দু’জনকে হারিয়ে পুরস্কারটা উঠলো বাংলাদেশের এই সাবেক অধিনায়কের হাতে।
গত মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে অনবদ্য পারফরম্যান্স দেখিয়ে এই পুরুস্কার জিতেছেন মুশফিকুর রহিম। তিন ওয়ানডেতে ৭৯ গড়ে ২৩৭ রান সংগ্রহ করেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। প্রথম দুই ম্যাচেই ম্যাচ সেরা হয়েছিলেন মুশফিকুর রহিম।
প্রথম ওয়ানডেতে ৮৪ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ওয়ানডেতে মুশফিকের ব্যাট থেকে এসেছিল ১২৫ রান। আর শেষ ওয়ানডেতে তিনি করেছিলেন ২৮ রান। এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের অনবদ্য ব্যাটিং পারফরম্যান্সেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম বারের মত সিরিজ জিতেছিল বাংলাদেশ।
প্রবীন জয়াবিক্রমাও বাংলাদেশের সাথে ভালো করেই এই তালিকায় জায়গা পেয়েছিলেন। গত মাসে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ১৬.১৮ গড়ে ১১ উইকেট শিকার করেছিলেন এই স্পিনার। জয়াবিক্রমার কাছেই পরাস্ত হয়ে শেষ ম্যাচ হেরে সিরিজ হেরেছিল বাংলাদেশ।
পাকিস্তানের হাসান আলীও এই তালিকায় জায়গা পেয়ে ছিলেন টেস্টের পারফরম্যান্স বিবেচনায়। গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ৮.৯২ গড়ে ১৪ উইকেট শিকার করেছিলেন এই পেসার। সিরিজ সেরাও হয়েছিলেন হাসান আলী।
চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও দারুণ ফর্মে রয়েছেন মুশফিক। এবারের আসরে আট ম্যাচে ৪৩.৫০ গড়ে ১৭৪ রান সংগ্রহ করেছেন এই ব্যাটসম্যান। তার দল আবাহনী লিমিটেডও পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে।
জানিয়ে রাখা ভাল, দারুণ ফর্মে থাকা মুশফিক জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) রোটেশন নীতি মেনে টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। কিন্তু টেস্ট ও ওয়ানডে সিরিজে দেখা যাবে তাঁকে।