দিল্লীর মসনদে মুস্তাফিজুর রহমানের দ্বিতীয় অধ্যায়টা আরও সুন্দর হতে পারত। কিন্তু, সতীর্থ বোলারদের কাছ থেকে সমর্থনই পেলেন না দ্য ফিজ। আরব আমিরাত থেকে উড়ে গিয়েই নামলেন মাঠে, দিল্লীর পতন দেখলেন একাদশে থেকেই।
প্রথম দুই ওভারে যথেষ্ট চেষ্টাই করেন বাঁহাতি এই পেসার। গুজরাট টাইটান্সের সামনে ২০০ রানের লক্ষ্য ছুড়ে দিয়ে আক্রমণে আসেন পাওয়ার প্লেতেই। প্রথম ওভারে ছয় আর দ্বিতীয় ওভারে মাত্র সাত রান হজম করেন। কাটার মাস্টার খেই হারান নিজের তৃতীয় ওভারে গিয়ে। দুই চার-সহ রান গুণেন ১১ টি।
যদিও, ম্যাচ আসলে দিল্লী হেরেছে অন্য জায়গায়। ওভারপ্রতি মাত্র আট রান করে দিয়েছেন মুস্তাফিজ। যেটা আসলে বাকি সব বোলারের চেয়ে কম। হাত খুলে রান বিলিয়ে গেছেন থাঙ্গারাসু নটরাজন, অধিনায়ক অক্ষর প্যাটেল কিংবা কুলদ্বীপ যাদবরা।
নটরাজন তিন ওভারে দেন ৪৯ রান, কুলদ্বীপ চার ওভারে দিয়েছেন ৩৭ রান। অধিনায়ক অক্ষর তিন ওভারে গুণেছেন ৩৫ রান। শেষ অবধি আর নিজের শেষ ওভারটা করাই হয়নি মুস্তাফিজের। তিন ওভারে দিয়েছেন ২৪ রান। ১০ উইকেটে হারের ম্যাচে নি:সন্দেহে দলের সেরা বোলার তিনি!
২১ মে মুম্বাই ইন্ডিয়ান্সের মোকাবেলা করবে মুস্তাফিজের দল দিল্লী। নিজের সাবেক দলের বিপক্ষে কি জ্বলে উঠতে পারবেন মুস্তাফিজ? উত্তরের জন্য সময়ের অপেক্ষা করা ছাড়া কোনো বিকল্প নেই।