পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির কথা। বাঁ-হাতি পেসার নিজেও বোলিংয়ের কোটা পূরণ করতে পারেননি। তৃতীয় ওভারে একটা ডেলিভারি করেই তিনি হঠাৎ করে মাঠ ছেড়ে যান। হঠাৎ বাঁ-হাতি এই পেসারের রহস্যজনক প্রস্থানের কারণ কি?
কারণ, কাটার মাস্টার নতুন চোটে আক্রান্ত হয়েছেন। সেই ম্যাচে পাঁজরের পেশিতে টান পড়ে। তাঁকে দিয়ে আর বোলিং করার ঝুঁকি নেননি অধিনায়ক। বাকিটা ওভার বোলিং করেন আরেক পেসার শরিফুল ইসলাম।
তখনও ইনজুরিটা কতটা গুরুতর – সেটা বোঝা যায়নি। এবার বোঝা গেল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানিয়েছে – আগামী তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাঁকে।
সেই বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তাতে অবশ্য বাংলাদেশের তেমন কোনো লাভ হয়নি। আট উইকেটের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে মাহমুদউল্লাহ রিয়াদের দল। তৃতীয় টি-টোয়েন্টিতে লড়াই করলেও শেষ অবধি হতে হয় হোয়াইটওয়াশ।
২৬ নভেম্বর প্রথম টেস্ট শুরু হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট শুরু হবে চার ডিসেম্বর, মিরপুরে। টেস্টের দল ঘোষণা করা হলেও সেখানে ইনজুরির কারণে নেই মুস্তাফিজুর রহমান। ইনজুরিজনিত সমস্যায় রাখা হয়নি তাসকিন আহমেদও।