চলতি বিশ্বকাপে আফগানিস্তানই একমাত্র দল যারা একটা ম্যাচও জিততে পারেনি। সেই ব্যর্থতার বড় একটা কারণ নেতৃত্ব। বাজে সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি, পারফরমার হিসেবেও ব্যর্থ হয়েছেন অধিনায়ক মোহাম্মদ নবি। টি-টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তান পদার্পণের পর থেকেই প্রতিপক্ষদের কাছ থেকে সমীহ আদায় করে আসছিল। তবে সেটার ব্যত্যয় ঘটতে দেখা গেল এবারের আসরে।
‘জায়েন্ট কিলার’ তকমা নিয়েই বিশ্ব ক্রিকেটে একটু একটু করে মাথা উঁচু করতে শুরু করে আফগানিস্তান। এর পেছনে অবশ্য সবচেয়ে বড় অবদান দেশটির স্পিনারদের। রশিদ খান, মুজিব-উর রহমানরা যেকোন দিন শক্তিশালী প্রতিপক্ষের শিরদাড়া ভেঙ্গে দিতে প্রস্তুত। তবে এবার তাদের সেই বিধ্বংসী রুপটার দেখা মেলেনি। সকল ব্যর্থতা নিজের কাঁধে নিয়ে অধিনায়কের পদ থেকে সরে দাড়ালেন তারকা ক্রিকেটার মোহাম্মদ নবি।
আফগান দলের অন্যতম অভিজ্ঞ এই ক্রিকেটার। উত্থানের শুরুর দিককার সেনানী তিনি। শুরু থেকে এখন অবধি দিব্যি খেলে যাচ্ছেন। ব্যাটে আর বলে সমানতালে পারফরম করে যাচ্ছেন তিনি। টি-টোয়েন্টিতে বরাবরই একজন কার্য্যকর অলরাউন্ডার মোহাম্মদ নবি। তাইতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে শুরু করে সর্বত্র চলমান ফ্রাঞ্চাইজি লিগ থেকে ডাক আসে তাঁর। এমনকি সাকিব আল হাসানের মত ক্রিকেটারকেও সাইড বেঞ্চে বসে থাকতে হয়েছে বহুবার, মোহাম্মদ নবিকে একাদশে জায়গা করে দিতে।
এমন একজন ক্রিকেটারের উপর ভরসা করেই অধিনায়কের দায়িত্ব তুলে দিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড। তবে পুরোদমে হয়েছেন ব্যর্থ। নিজেদের শেষ ম্যাচটা তবু লড়াই করেছে আফগানরা। তাছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচেও খুব একটা সুবিধা করতে পারেনি নবির সতীর্থরা। এককথায় ভরাডুবি হয়েছে মধ্য এশিয়ার দেশটির। স্বাভাবিকভাবে দায়টা অধিনায়কের কাধে এসেই পরে। তাইতো দায়িত্ব থেকে সরে দাড়ালেন মোহাম্মদ নবি।
অধিনায়কের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেও এখনই তিনি ছাড়ছেন না ক্রিকেট। ৩৭ বছর বয়সী এই বর্ষীয়ান ক্রিকেটার আরও কয়েক বছর চালিয়ে যেতে চান আন্তর্জাতিক ক্রিকেট। নিজের প্রস্তাবের কথা জানিয়েছেন তিনি আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি)। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পরপরই নবির পদত্যাগের বিষয়টি সামনে আসে। অতএব এখনও নবির বিষয়ে পূর্ণ সিধান্ত নিতে পারেনি দেশটির ক্রিকেট বোর্ড।
তবে আগামী বছর ভারতের মাটিতে হতে চলেছে ওয়ানডে বিশ্বকাপ। নবির বড্ড চেনা কন্ডিশন। সেই বিবেচনায় তাঁকে হয়ত দল থেকে এখনই ছেটে ফেলতে চাইবে না দেশটির ক্রিকেট বোর্ড। কিন্তু নতুন অধিনায়কের সন্ধানে নামতেই হবে এসিবিকে। এবারের বিশ্বকাপে একজন খেলোয়াড় হিসেবেও তেমন আলো ছড়াতে পারেননি নবি। তাছাড়া অধিনায়ক হিসেবেও দলকে এক সুতোয় বাঁধতে হয়েছেন ব্যর্থ।
বিশ্বকাপে বরাবরই বড় স্বপ্ন নিয়ে আসে আফগানিস্তান। কিন্তু, ব্যর্থ হয় বাজে ভাবে। এবারও তাই হয়েছে। এবার এর সমাধান খোঁজার সাথে সাথে নতুন অধিনায়কও খুঁজতে হবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি)।