ফখরের বিকল্প খাজা নাফের যথার্থতা প্রমাণের বিধ্বংসী রুপ

খাজা নাফের কাঁধে বড় চ্যালেঞ্জের ভার। এশিয়া কাপে ফখর জামানের বিকল্প ভাবা হচ্ছে তাকে। যদিও চূড়ান্ত হয়নি সিদ্ধান্ত।

খাজা নাফের কাঁধে বড় চ্যালেঞ্জের ভার। এশিয়া কাপে ফখর জামানের বিকল্প ভাবা হচ্ছে তাকে। যদিও চূড়ান্ত হয়নি সিদ্ধান্ত। তবে এই সম্ভবনা তিনি নিজেই যেন আরেকটু বাড়িয়ে দিলেন। টপ এন্ড টুর্নামেন্টে আগ্রাসী ব্যাটিংয়ের ঝাণ্ডা উড়িয়ে।

পাকিস্তানের টি-টোয়েন্টি সেটআপে বেশ গুরুত্বপূর্ণ ব্যাটার ফখর জামান। কিন্তু ইনজুরির কারণে তিনি থাকবেন না। তাকে যেতে হবে অস্ত্রপচার টেবিলে। তার বিকল্প কে হবেন? এমন একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পাকিস্তান ক্রিকেটের অন্দরমহলে। সেখান থেকেই প্রস্তাবিত হয়েছে খাজা নাফের নাম।

এশিয়া কাপের আগে তিন দলের একটা সিরিজ খেলবে পাকিস্তান। সেই সিরিজের দলে অবশ্য খাজা নাফের অন্তর্ভুক্তি প্রায় নিশ্চিত। সেটাই হবে মূলত তার এশিয়া কাপের স্কোয়াডে জায়গা পাওয়ার মানদণ্ড। তবে সেই ত্রি-দেশীয় সিরিজেও তাকে বাছাই করার যথার্থতা খাজা নাফে জানান দিলেন পাকিস্তান শাহিনসের হয়ে।

বাংলাদেশ এ দলের বিপক্ষে রীতিমত ঝড় চালিয়েছেন তিনি। প্রায় ১৯৭ স্ট্রাইকরেটে চলেছে তার ব্যাট। ৩১ বলে ৬১ রান যুক্ত করেছেন নিজের নামের পাশে। সংখ্যাটা আরও খানিকটা বড় হলেও হতে পারত। কিন্তু অনাকাঙ্ক্ষিত এক রানআউট তার ইনিংসটিকে সংক্ষিপ্ত করেছে। তবে ওই রানআউটেও প্রকাশিত হয়েছে খাজা নাফের স্পৃহা।

তিনি স্ট্রাইকে থাকতে চেয়েছেন, রান করতে চেয়েছেন। সে কারণে প্রান্ত বদলের জন্যে মুখিয়ে ছিলেন। ছন্দে ছিলেন বলেই হয়ত আগ্রহটা আরও একটু বেশি ছিল। তিনি জানেন, ফখরের স্থলাভিষিক্ত হওয়ার যে চ্যালেঞ্জ রয়েছে তার কাঁধে- সে চ্যালেঞ্জের ভার ঠিক কতটুকু। তা থেকে নির্ভার হতে হলে আক্রমণাত্মক হওয়ার বিকল্প নেই।

পাকিস্তান জাতীয় দলের হয়ে তার ব্যাটিং চাহিদার একটা রিহার্সেল মঞ্চ এই টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এখানে তিনি নিজেকে মেলে ধরতে চাইবেন। রান করতে চাইবেন। আগ্রাসী হতে চাইবেন। ফখর জামানের বিকল্প হতে গেলে তো প্রতিপক্ষের ত্রাস হতে হবে তাকে।

Share via
Copy link