নখকামড়ানো ড্র কানপুরে

কানপুর টেস্টে শ্বাসরুদ্ধকর শেষ সেশনে ভারতের বিপক্ষে টেস্ট ড্র করেছে নিউজিল্যান্ড। শেষ ৮.৪ ওভারে ভারতের দরকার ছিলো ১ উইকেট। আজাজ প্যাটেল ও রাচিন রবীন্দ্রর দাপটে ৫২ বলের এক জুটিতে ড্র ছিনিয়ে নিয়েছে ব্ল্যাকক্যাপসরা।

১ উইকেটে ৪ রান নিয়ে পঞ্চম উইকেটে ব্যাট করতে নামে ব্ল্যাকক্যাপসরা। নাইটওয়াচম্যান উইলিয়াম সমারভিলে আর টম ল্যাথামের ব্যাটে দিনের শুরুটা ভালো করে নিউজিল্যান্ড। দ্বিতীয় উইকেটে সমারভিলের সাথে ৭৫ রানের জুটি গড়ে দলকে জয়ের আভাস দেন ল্যাথাম। কিন্তু এরপরই অশ্বিন-জাদেজার ম্যাজিকেল বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। দলীয় ৭৯ রানে সমারভিলে ফিরেন ৩৬ রানে।

ল্যাথামের সাথে জুটি বাঁধেন কেন উইলিয়ামসন। দু’জনের ব্যাটে ভালোই এগোয় কিউইরা। একপ্রান্তে অসাধারণ এক ফিফটি তুলে নেন ল্যাথাম। ৩৯ রানের জুটি শেষে ব্যক্তিগত ৫২ রানে অশ্বিনের শিকার হয়ে ফিরেন ল্যাথাম। এরপর দশ রানের মাথায় চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে সফরকারীরা। ১২৮ রানেই ৬ উইকেট হারায় নিউজিল্যান্ড।

চা-বিরতির পর শেষ ২০ ওভারে জয় পেতে ভারতের প্রয়োজন ৪ উইকেট। আর নিউজিল্যান্ডের সামনে ১২০ বল টিকে থাকার লড়াই। উইকেটে তখন টম ব্লান্ডেল ও রাচিন রবীন্দ্র। এরপর অশ্বিনের শিকার হয়ে টম ব্লান্ডেল ফিরলে ভারতের জয়ের জন্য দরকার ছিলো মাত্র ২ উইকেট। দিনের মাত্র ১২ ওভার বাকি থাকতে জাদেজার ঘূর্ণিতে আউট কাইল জেমিসনও!

নিউজিল্যান্ডের টেইলএন্ডারদের জন্য ১১ ওভার লড়াই করাটা যেনো পাহাড়সমই ছিলো। দিনের ৮ ওভার বাকি থাকতে জাদেজার বলে এলবিডব্লিউ হন টিম সাউদি। ১৫৫ রানে ৯ উইকেট হারায় নিউজিল্যান্ড। একপ্রান্তে তখনো থিতু রাচিন রবীন্দ্র। শেষ ৫২ বলে এজাজ প্যাটেলের সাথে দৃঢ়তা দেখিয়ে দুর্দান্ত এক ড্র ছিনিয়ে নেয় কিউইরা।

  • সংক্ষিপ্ত স্কোর

টস: ভারত

ভারত (প্রথম ইনিংস) – ৩৪৫/১০ (১৪২.৩ ওভার); আইয়ার ১০৫ (১৭১), শুভমান গিল ৫২ (৯৩), জাদেজা ৫০ (১১২) ; সাউদি ২৭.৪-৬-৬৯-৫, জেমিসন ২৩.২-৬-৯১-৩, এজাজ প্যাটেল ২৯.১-৭-৯০-২।

ও দ্বিতীয় ইনিংস – ২৩৪/৭ (ডিক্লে) (৮১ ওভার); আইয়ার ৬৫ (১২৫), সাহা ৬১ (১২৬),* অশ্বিন ৩২ (৬২) ; জেমিসন ১৭-৬-৪০-৩, সাউদি ২২-২-৭৫-৩।

নিউজিল্যান্ড (প্রথম ইনিংস) – ২৯৬/১০ (১১১.১ ওভার); উইল ইয়ঙ ৮৯ (২১৪), টম ল্যাথাম ৯৫ (২৮২), জেমিসন ২৩(৭৫), উইলিয়ামসন ১৮ (৬৪); অক্ষর ৩৪-৬-৬২-৫, অশ্বিন ৪২.৩-১০-৮২-৩, উমেশ ১৮-৩-৫০-১।

ও দ্বিতীয় ইনিংস – ১৫৫/৯ (৯৮ ওভার); ল্যাথাম ৫২(১৪৬), সমারভিলে ৩৬(১১০), উইলিয়ামসন ২৪(১২৪); জাদেজা ২৮-৯-৪০-৪, অশ্বিন ৩০-১০-৩৫-৩।

ফলাফলঃ ড্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link