নারায়ণ জগদীশান, এক ইনিংসেই রেকর্ড সমুদ্রে

ফুটবল বিশ্বকাপে মধ্যে হঠাৎই ক্রিকেটীয় বিস্ফোরণ! আর গ্রেটেস্ট শো অন আর্থ, ফুটবল বিশ্বকাপের মাঝে হঠাৎ করেই ক্রিকেটকে আলোচনায় আনলেন তামিলনাডুর ব্যাটার নায়ায়ণ জগদীশান। বিজয় হাজারে ট্রফিতে সোমবার অরুণাচল প্রদেশের বিপক্ষে খেললেন ১৪১ বলে ২৭৭ রানের ইনিংস।

লিস্ট এ ক্রিকেটে যেটি এখন সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড। এর আগে এ রেকর্ডটি ছিল অ্যালি ব্রাউনের দখলে। ২০০২ সালে সারের হয়ে গ্লামারগনের বিপক্ষে ১৬০ বলে ২৬৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

যাহোক, ২৭৭ রানের এ ইনিংস খেলার পথে নায়ায়ণ জগদিশান লিস্ট ‘এ’ ক্রিকেটের সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড ছাড়াও আর বেশ কটি রেকর্ড গড়েছেন। এর মধ্যে ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি দলগত কিছু রেকর্ডও তৈরি হয়েছে। এখন সেই সব নতুন রেকর্ড গুলোর দিকেই দৃষ্টিপাত করা যাক।

  • দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড 

২৭৭ রানের ইনিংস খেলার পথে নারায়ণ জগদীশান ডাবল সেঞ্চুরি পূরণ করেছিলেন ১১৪ বলে। এর ফলে ট্রাভিস হেডের আগের গড়া রেকর্ডে ভাগ বসান তিনি। ট্রাভিস হেড গত বছরের মার্শ ওয়ানডে কাপে এই ১১৪ বলেই কুইন্সল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

  • সর্বোচ্চ স্ট্রাইকরেটে দুইশোর্ধ্ব ইনিংস

২৭৭ রানের ইনিংসে নায়ারণ জগদিশান ব্যাটিং করেছেন ১৯৬.৪৫ স্ট্রাইক রেটে। লিস্ট এ ক্রিকেটে যেটি দুইশোর্ধ্ব ইনিংসের ক্ষেত্রে সর্বোচ্চ স্ট্রাইকরেটের রেকর্ড। এর আগে এ রেকর্ডটি ছিল ট্রাভিস হেডের।

২০২১ সালে তিনি কুইন্সল্যান্ডের বিপক্ষে ১২৭ বলে ১৮১.১ স্ট্রাইক রেটে করেছিলেন ২৩০ রান। পরিসংখ্যান বলে, এখন পর্যন্ত লিস্ট এ ক্রিকেট ইতিহাসে ডাবল সেঞ্চুরি হয়েছে ৩৬ টি। আর সেই তালিকায় জগদীশান আর ট্রাভিস হেড বাদে কারোরই ১৭৫ এর উপরে স্ট্রাইক রেট ছিল না।

  • লিস্ট এ ক্রিকেটে টানা ৫ সেঞ্চুরি

৫০ ওভারের ক্রিকেটে নারায়ণ জগদিশানই প্রথম ব্যাটার যিনি টানা পাঁচ ইনিংসে সেঞ্চুরি হাঁকালেন। এর আগে টানা ৪ ইনিংসে সেঞ্চুরি ছিল কুমার সাঙ্গাকারা (২০১৪-১৫), আলভিরো পিটারসেন (২০১৫-১৬) আর দেবদূত পাদ্দিকালের (২০২০-২১)।

  • বিজয় হাজারে ট্রফিতে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা 

নারায়ণ জগদীশান তাঁর ২৭৭ ইনিংসটি সাজিয়েছিলেন ১৫ টি ছক্কা আর ২৫ টি চারের মারে। বিজয় হাজারে ট্রফিতে এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ১২ টি ছক্কার রেকর্ড ছিল ইয়াশভি জেসওয়ালের। অরুণাচল প্রদেশের বিপক্ষে ১৫ টি ছক্কা মেরে এবার রেকর্ডটি নিজের করে নিলেন নারায়ণ জগদিশান।

  • লিস্ট এ ক্রিকেটে সর্বোচ্চ রানের জুটি

অরুণাচল প্রদেশের বিপক্ষে ‘এ’ ম্যাচে জগদিশান আর সাঁই সুধর্শন মিলে প্রথম উইকেট জুটিতে গড়েছিলেন ৪১৬ রানের জুটি। যা লিস্ট ‘এ’ ক্রিকেট ইতিহাসে যেকোনো উইকেটে প্রথম চারশো ঊর্ধ্ব রানের জুটি। এর আগে এ রেকর্ডটি ছিল ক্রিস গেইল আর মারলন স্যামুয়েলসের। ২০১৫ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে তারা গড়েছিল ৩৭২ রানের জুটি।

  • পঞ্চাশ ওভারের ক্রিকেটে প্রথম কোনো দলের ৫০০ রানের সংগ্রহ 

পঞ্চাশ ওভারের ক্রিকেটে এর আগে কখনোই ৫০০ রানের সংগ্রহ দেখেনি ক্রিকেট। আর এ দিনে নারায়ণ জগদিশানের খেলা অবিশ্বাস্য ইনিংসের কল্যাণে ৫০৬ রানের সংগ্রহ গড়ে তামিলনাডু। এর আগে ইংল্যান্ড একবার ৫০০ রানের খুব কাছে গিয়েও সেই সংখ্যাটা স্পর্শ করতে ব্যর্থ হয়েছিল। গত ২০২১ সালে ডাচদের বিপক্ষে তারা স্কোরবোর্ডে তুলেছিল ৪৯৮ রান।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link