সান্তোসে ফেরার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন নেইমার জুনিয়র দ্য সিলভা; যেখান থেকে শুরু সেখানে ফিরে যাওয়ার অপেক্ষায় কাটছে তাঁর সময়। আর কয়েকটা সিঁড়ি বাকি, এরপরই তিনি ফিরবেন প্রিয় ঠিকানায়।
গুঞ্জন ছিল অনেক আগ থেকেই, কিন্তু বারবার লক্ষ ভ্রষ্ট হচ্ছিলো সেই গুঞ্জন। কখনো ইন্টার মিয়ামি, কখনো শিকাগো এফসির সঙ্গে জড়িয়েছিল এই ব্রাজিলিয়ানের নাম। তবে শেষমেশ ঘরের ছেলের ঘরে ফেরার গুঞ্জন সত্যি হওয়ার পথে।
চলতি বছরের জুনে আল হিলালের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ শেষ হবে। যদিও সান্তোস ততদিন পর্যন্ত অপেক্ষা করতে নারাজ, জানুয়ারি মাসেই নিজেদের কিংবদন্তিকে পুনরায় পেতে চায় দলটি।
চুক্তির তথ্য অনুযায়ী, নেইমার এবং তাঁর বাবা একটি বিনিয়োগ তহবিলে যোগ দিবেন। যার ফলে ক্লাবের একটা অংশ চলে আসবে তাঁদের মালিকানায়। এটাই মূলত নেইমারের ফেরার পথ আরো মসৃণ করে তুলেছে।
দুই বছর আগে পিএসজিকে নব্বই মিলিয়ন ইউরো পরিশোধ করে এই লেফট উইঙ্গারকে দলে ভিড়িয়েছিল আল হিলাল। কিন্তু এতটুকু লাভও হয়নি, ইনজুরির কারণে বলতে গেলে ম্যাচই খেলতে পারেননি তিনি। সেজন্যই তাঁকে আর দলের সঙ্গে রাখতে রাজি নয় মধ্যপ্রাচ্যের ক্লাবটি।
সবমিলিয়ে অবশ্য সান্তোসের হয়ে আরো একবার মাঠে নামা নেইমারের জন্য সেরা অপশন। ক্যারিয়ারের এ জায়গায় দাঁড়িয়ে অন্য কোথাও মানিয়ে নেয়ার লড়াই করার চেয়ে চেনা ঠিকানায় আরো একবার নিজের জাদু দেখাবেন তিনি এটাই প্রত্যাশা সমর্থকদের।
এর আগে ২০১৩ সাল পর্যন্ত সান্তোসে ছিলেন এই তারকা, কাটিয়েছিলেন ক্যারিয়ারের অন্যতম সেরা সময়। এমনকি দলটার হয়ে ব্যালন ডি’অরের সেরা দশে জায়গা পাওয়া, পুসকাস জেতার কীর্তিও আছে তাঁর। দ্বিতীয় অধ্যায়ও এতটা উজ্জ্বল হবে – উত্তর তোলা রইলো সময়ের হাতে।