দাম্পত্য জীবনের ইনিংসে ইতি টানছেন শেবাগ!

শেবাগ এবং আরতির প্রেমের গল্প একসময় ক্রিকেটমহলে আলোচিত ছিল। বিয়ের পর তারা নিজেদের ব্যক্তিগত জীবনকে সবসময় সবার সামনে রাখতেন। তাদের দুই সন্তানও রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে তাদের একসঙ্গে দেখা না যাওয়ায় এবং আলাদা থাকার গুঞ্জন উঠায় ভক্তরা হতাশ।

ভারতের বিশ্বকাপজয়ী ডানপিটে ওপেনার বীরেন্দ্র শেবাগের সংসারে ভাঙন ধরেছে। স্ত্রী আরতি আহলাওয়াতের সাথে তাঁর সম্পর্ক নিয়ে চরম গুঞ্জন শুরু হয়েছে। ২০০৪ সালে দীর্ঘদিনের বন্ধুত্বকে বিয়েতে রূপ দেওয়া এই তারকা দম্পতি বর্তমানে আলাদা থাকছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস।’

ক্রিকেট মাঠে বীরেন্দ্র শেবাগ ছিলেন দুনিয়া কাঁপানো ওপেনার। মাঠে তার সাহসী আর বিধ্বংসী শটের জন্য তিনি পরিচিত ছিলেন, কিন্তু ব্যক্তিগত জীবনে এই দু:সংবাদ ভক্তদের জন্য একেবারেই অপ্রত্যাশিত। শেবাগ ও আরতি একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন বলে খবর।

বিষয়টি তাদের সম্পর্কের ফাটলকে আরও বড় করে তুলেছে। যদিও এখন পর্যন্ত শেবাগ কিংবা আরতির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

শেবাগ এবং আরতির প্রেমের গল্প একসময় ক্রিকেটমহলে আলোচিত ছিল। বিয়ের পর তারা নিজেদের ব্যক্তিগত জীবনকে সবসময় সবার সামনে রাখতেন। তাদের দুই সন্তানও রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে তাদের একসঙ্গে দেখা না যাওয়ায় এবং আলাদা থাকার গুঞ্জন উঠায় ভক্তরা হতাশ।

কেন এই দূরত্ব? বিয়ের ইনিংসে কি শেবাগ-আরতির ‘ডাক আউট’ হওয়ার সময় এসে গেছে? এই প্রশ্নের উত্তর এখনও অজানা। তবে শেবাগ-আরতির সম্পর্কের ভবিষ্যৎ কী হবে, তা জানতে এখন অপেক্ষায় পুরো ক্রিকেটবিশ্ব।

Share via
Copy link