মেসি চলে গেলেও পিএসজিতেই থাকতে চান নেইমার

সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু লিওনেল মেসির ক্লাব ছাড়ার গুঞ্জন ক্রমশ প্রবল হওয়া সত্ত্বেও প্যারিসেই থাকতে চান নেইমার। যদিও নেইমারকে ব্রিক্রির ব্যাপারে ইতোমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছে পিএসজি। ফরাসি সংবাদ মাধ্যম গুলো জানাচ্ছে, ৬০ মিলিয়ন ইউরোর আশপাশের যেকোনো অর্থে নেইমারকে ছেড়ে দেবে পিএসজি।

বার্সেলোনার মেসি-সুয়ারেজ-নেইমারের বিখ্যাত এমএসএন কিংবা রিয়াল মাদ্রিদের বেল-বেনজেমা-ক্রিশ্চিয়ানোর বিবিসি ত্রয়ীর প্রতিদ্বন্দ্বিতায় একটা সময় বুদ হয়ে ছিলো ইউরোপীয় ক্লাব ফুটবল।

কিন্তু সেসব দিন এখন পুরোনো। নামের ভার কিংবা পারফরম্যান্স, বর্তমানে ক্লাব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় ত্রয়ী পিএসজির মেসি-নেইমার-এমবাপ্পের ট্রায়ো।

তবে, সামনের মৌসুমেই এই ত্রয়ী ভাঙতে চলেছে তা মোটামুটি নিশ্চিত। প্রথমে নেইমারের পিএসজি ছাড়ার গুঞ্জন শোনা গেলেও পরে জানা যায় পিএসজি ছাড়তে পারেন লিওনেল মেসিও।

গত মৌসুমেই প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) সাথে নতুন চুক্তিতে বেশ কিছু শর্ত জুড়ে দেন এমবাপ্পে। তার মধ্যে একটি ছিলো নেইমারকে ক্লাব থেকে বিদায় করা। সেই সাথে নেইমারের ইনজুরি প্রবণতা তো রয়েছেই।

তার ওপর নেইমার নিজেই আগুনে ঘি ঢেলেছেন সতীর্থ আর ক্লাবের স্পোর্টিং ডিরেক্টরের সাথে ঝগড়া বাধিয়ে। তাই নেইমারকে ছেড়ে দেবার ব্যাপারে মোটামুটি নিশ্চিত পিএসজি।

কিন্তু ফরাসি সংবাদ মাধ্যম লা ইকুইপ দিয়েছে নতুন খবর। তারা জানাচ্ছে, এখনই পিএসজি ছাড়তে চাচ্ছন না নেইমার। ২০২৭ সাল পর্যন্ত নেইমারের সাথে চুক্তি আছে পিএসজির। নেইমার চান সেই চুক্তি সম্পন্ন করতে।

কিন্তু যে ইউরোপ শ্রেষ্ঠত্বের আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য নেইমারকে প্যারিসে এনেছিলো পিএসজি, পাঁচ মৌসুম পরেও সেই আশা পূরণ করতে পারেননি নেইমার। তাই পিএসজি নেইমারকে কতটা দলে রাখতে চাইবে সেটিই এখন দেখার বিষয়।

অন্যদিকে মেসির সাথে পিএসজির চুক্তি শেষ হচ্ছে এই মৌসুমেই। পিএসজি কতৃপক্ষ আগ্রহী মেসির সাথে চুক্তি নবায়নে। কিন্তু বেতন আর বৃদ্ধি করতে চায়না তারা। অন্যদিকে মেসির বাবা হোর্হে মেসি আবার বেতন না বাড়ালে চুক্তি নবায়ন করবেন না।

পিএসজির সাথে বৈঠকে মেসির বাবা বেতন বৃদ্ধির প্রস্তাব করলেও সফল হয়নি সেই বৈঠক। বিশ্বকাপ জেতার পর মেসির ব্র্যান্ড ভ্যলু বেড়েছে। তাই চুক্তি নবায়ন করতে মেসির বেতন বাড়ানোর শর্ত জুড়ে দিয়েছেন তিনি। পিএসজি বেতন না বাড়ালে তাই ক্লাব ছাড়তে পারেন মেসিও।

সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু লিওনেল মেসির ক্লাব ছাড়ার গুঞ্জন ক্রমশ প্রবল হওয়া সত্ত্বেও প্যারিসেই থাকতে চান নেইমার। যদিও নেইমারকে ব্রিক্রির ব্যাপারে ইতোমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছে পিএসজি। ফরাসি সংবাদ মাধ্যম গুলো জানাচ্ছে, ৬০ মিলিয়ন ইউরোর আশপাশের যেকোনো অর্থে নেইমারকে ছেড়ে দেবে পিএসজি।

এমনকি ইংলিশ ক্লাব চেলসির মালিক টোড বোহলির সাথে বৈঠকও করেছে পিএসজি। আরব মালিকানাধীন আরেক ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডও চলে আসতে পারে নেইমারের নতুন গন্তব্যের আলোচনায়। পেট্রো ডলারের ঝনঝনানিতে এবার ইংলিশ লিগে দারুণ পারফর্ম করা নিউক্যাসল চ্যাম্পিয়নস লিগ খেলা নিশ্চিত করতে পারলে তারাও নামবে নেইমারকে কেনার লড়াইয়ে

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...