আর নয় কোহলি

ভারতের এ সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। শুধু ভারতের বললে কথাটা কিঞ্চিৎ ভুল বলা হয়। গোটা বিশ্ব ক্রিকেটের নিঃসন্দেহে একজন সেরা ক্রিকেটার ও ব্যাটার। বর্তমানে ভুগছেন ফর্ম হীনতায়। এমন পরিস্থিতি মাথায় রেখে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি মনে করেন বিরাট কোহলির উচিৎ অধিনায়কত্ব ছেড়ে ব্যাটিং এ মনোযোগ দেওয়া।

ভারতের এ সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। শুধু ভারতের বললে কথাটা কিঞ্চিৎ ভুল বলা হয়। গোটা বিশ্ব ক্রিকেটের নিঃসন্দেহে একজন সেরা ক্রিকেটার ও ব্যাটার। বর্তমানে ভুগছেন ফর্ম হীনতায়। এমন পরিস্থিতি মাথায় রেখে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি মনে করেন বিরাট কোহলির উচিৎ অধিনায়কত্ব ছেড়ে ব্যাটিং এ মনোযোগ দেওয়া।

সাম্প্রতিক সময়ে ভারতের জাতীয় ক্রিকেট দলে এসেছে বহু রদবদল। টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথেই ঘোষণা এসছে নতুন কোচ নিয়োগের। তাঁর আগেই অধিনায়ক বিরাট কোহলি জানিয়ে দিয়েছিলেন তিনি ছেড়ে দিতে চান টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব।

বিরাটের স্থলাভিষিক্ত হয়েছেন দলের আরেক অভিজ্ঞ ও মারকুটে ব্যাটার রোহিত শর্মা। আসন্ন নিউজিল্যান্ড সিরিজের  টি-টোয়েন্টি ফরম্যাটে ভারত জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব রোহিত শর্মার কাঁধে তুলে দেওয়ার হয়েছে।

তাঁর অধিনায়কত্ব নিয়ে আফ্রিদি বলেন, ‘ আমি রোহিতের সাথে দীর্ঘ একবছর খেলেছি এবং সে দৃঢ় মানসিক ক্ষমতাসপন্ন একজন অসাধারণ খেলোয়াড়। তাঁর সবচেয়ে বড় গুণ সে জানে কখন তাঁকে শান্ত থাকতে হবে এবং কখন তাঁকে হতে হবে আগ্রাসী।’

আইপিএলের প্রথম আসরে হায়দ্রাবাদ ডেকেন চার্জারে খেলা সতীর্থ রোহিত শর্মার অধিনায়কত্বের অধ্যায়ে সফলতা প্রত্যাশা করে আফ্রিদি বলেন, ‘সে একজন সেরা খেলোয়াড় যার রয়েছে ভয়ঙ্কর সব শট সিলেকশনের দক্ষতা এবং তাঁর মধ্যে সেই পরিমাণ মানসিক সক্ষমতাও রয়েছে একজন ভাল দলপতি হবার।’

কোহলির অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার প্রসঙ্গে আফ্রিদি জানান তিনি আগে থেকেই আন্দাজ করতে পেরেছিলেন যে এমন কিছু একটা করতে চলেছেন বিরাট।

এছাড়াও আফ্রিদি আরো বলেন, ‘আমি মনে করি সব ফরম্যাটের অধিনায়কত্ব থেকে বিরাটের অবসর নিয়ে নেওয়া এবং বাকি থাকা ক্রিকেটীয় সময় উপভোগ করা। সে নিসঃন্দেহে একজন সেরা ব্যাটার সে স্বচ্ছন্দে ক্রিকেট খেলতে পারবে যদি তিনি অন্যসব চিন্তা থেকে মুক্ত থাকতে পারে।’

সবফরম্যাট মিলিয়ে ৭০টি শতক হাকানো বিরাট গত দুই বছরে দেখা পাননি একটি শতকের। শেষ ওয়ান্ডে শতকটা করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৯ এর আগস্টে এবং শেষ টেস্ট শতকটা এসেছিল বাংলাদেশের বিপক্ষে সেই বছরের নভেম্বর মাসেই। নিজেকে ঠিক হারিয়ে খুঁজছেন বিরাট। মূলত এই অফ ফর্মের কারণ দলকে নেতৃত্ব দেওয়ার বাড়তি চাপ, এমনটাই অভিমত শহীদ আফ্রিদির।

আইপিএলের দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়কত্বও ছেড়েছেন বিরাট কোহলি। বিদায়ী কোচ রবি শাস্ত্রী সাম্প্রতিক সময়ে ইঙ্গিত দিয়েছেন যে অদূর ভবিষ্যতে সবগুলো ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব থেকে নিজেকে অব্যাহতি দেবেন বিরাট কোহলি। আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে থাকছেন না বিরাট কোহলি। তাঁর অবর্তমানে দলকে টেস্টে নেতৃত্ব দেবেন আরেক তারকা খেলোয়াড় আজিঙ্কা রাহানে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...