সিদ্ধান্তে অটল বিসিবি, ছাড়পত্র পাবেন না লিটন-সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইস্যুতে নরম হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাকিব আল হাসান ও লিটন দাসকে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতেই হচ্ছে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথম দু’টো ম্যাচে থাকা হচ্ছে না তাঁদের।

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর এই নিয়ে কথা বলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘দেখেন আমি আপনাদেরকে বারবার একটা কথা জিজ্ঞেস করলে একটাই উত্তর দিয়েছি। আইপিএলে নিলামে ওদেরকে যখন নাকি ডাকা হয়, তার আগে আমাদের কাছ থেকে জানতে চেয়েছে ওরা কখনো এভেইলেবল। আমরা ওদেরকে দিয়ে দিয়েছি। এবং এটা জেনেই ওরা ওদেরকে নিলামে নিয়েছে। এরপর আর কোন কিছু যদি পরিবর্তন হয় তাহলে তো আমরাই বলব আপনাদেরকে। আমাদের এখনো পর্যন্ত কোন পরিবর্তন আসেনি এখানটায়। আমাদের যেটা ছিল তাই আছে।’

আইপিএল শুরু হবে আগামী ৩১ মার্চ। একই দিনে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। চার এপ্রিল শুরু হবে দু’দলের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটা খেলতে চাচ্ছিলেন না সাকিব আল হাসান ও লিটন দাস। আইপিএল খেলতে ভারতে যাওয়ার জন্য তাঁরা দু’জনই বোর্ডের কাছে আবেদন করেছিলেন। কিন্তু, বিসিবি সেই আবেদনে সাড়া দেয়নি। আর এবার নাজমুল হাসান পাপন সাফ জানিয়ে দিলেন, তাঁদের সাড়া দেওয়ার কোনো সুযোগও নেই।

তিনি বলেন, ‘ওদের টেস্টে না থাকার আমি কোনো অপশনই দেখি না। এইটা যদি এমন হতো ওদেরকে আমরা বলেছি যে ভেবে চিন্তে দেখতেও পারি, এরকম কোন অপশন দিয়েছি খেলোয়াড়দের বা আইপিএলকে। তাহলে সন্দেহ থাকত। আমরা তো পরিস্কার বলেই দিয়েছি। আমরা এখন পর্যন্ত ওই সিদ্ধান্তেই আছি। সিদ্ধান্ত বদল হওয়ার আমি কোন সম্ভাবনা দেখি না। সত্যি কথা বলতে। যদি কখনো সিদ্ধান্ত বদল হয় আপনাদেরকে আগেই জানাব। তবে এখনো আগের সিদ্ধান্তই বহাল আছে।’

আইপিএলের শুরুতে বাংলাদেশি এই দুই ক্রিকেটারের সার্ভিস পাবে না কলকাতা নাইট রাইডার্স। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষ হবে আট এপ্রিল। এই সময়ে কলকাতা দু’টো ম্যাচ খেলবে। নয় তারিখ অনুষ্ঠিত হবে তাঁদের তৃতীয় ম্যাচ। কার্যত এই প্রথম দু’টো ম্যাচ খেলতে পারবেন না লিটন ও সাকিব।

বৈশ্বিক প্রেক্ষাপটে এখন কম-বেশি সব দলই আইপিএলের ক্ষেত্রে খেলোয়াড়দের এনওসি বা অনাপত্তিপত্র নিয়ে ছাড় দিয়ে থাকে। সেই ছাড়টা সাকিবও পেয়ে এসেছেন আগে। তবে, এবার তিনি বা লিটন- কেউই পাচ্ছেন না। তবে, টেস্ট দলে না থাকায় মুস্তাফিজুর রহমান শুরু থেকেই দিল্লী ক্যপিটালসের হয়ে খেলতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link