সাধারণত কোনো বড় সিরিজ বা টুর্নামেন্টে ভালো পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ খেলোয়াড়দের আর্থিক সম্মাননা ও অন্যান্য পুরষ্কার দিয়ে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে এবার কোনো বিশেষ কোনো উপলক্ষ ছাড়াই মুশফিকুর রহিমকে বিশাল অঙ্কের আর্থিক সম্মাননা দিয়েছে বিসিবি। দেশের ক্রিকেটে অসাধারণ অবদানের স্বীকৃতস্বরূপ মুশফিককে এই বিশেষ সম্মাননা দেবার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বাংলাদেশ ক্রিকেটে এই ধরণের বিশেষ সম্মাননা এর আগে পাননি কেউ। এবারই প্রথমবারের মতো মুশফিককে এই ধরণের পুরষ্কার দিলো বিসিবি। মুশফিককে দেয়া আর্থিক সম্মাননার পরিমাণ দশ লক্ষ টাকা।
সর্বশেষ বোর্ড সভায় মুশফিককে এই পুরষ্কার দেবার সিদ্ধান্ত নেয় বিসিবি। সেই সভাতেই সাকিব আল হাসান, লিটন দাস ও তাসকিন আহমেদকেও আর্থিক অনুদান দেবার সিদ্ধান্ত নেয়া হয়। জাতীয় দলের খেলা থাকায় সর্বশেষ আইপিএলে খেলা হয়নি সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের। অন্যদিকে, লিটন দাসকেও মিস করতে হয়েছে টুর্নামেন্টের বড় একটা অংশ।
তাই এই তিন ক্রিকেটারকে আর্থিক অনুদান দিয়ে কিছুটা ক্ষতি পূরণের চেষ্টা করবে বিসিবি। তিন জনকে প্রদত্ত অনুদানের পরিমাণ প্রায় ৭০ লক্ষ ৫১ হাজার ২৮২ টাকা।
মুশফিককে দেয়া সম্মানার বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘একদিন মুশফিক খেলা শেষ করে আমাকে বলছিল, আপনি আমাকে কোনোদিন কিছু দেননি।’
তবে এই ধরণের সম্মাননা আর কাউকেই দেয়া হবে না বলেও জানান পাপন, ‘এটা শুনে আমিও চিন্তা করে দেখলাম আসলে ওকে তো আমি কোনোদিন আলাদা করে কিছু দেইনি। সে জন্য তাকে দেয়া হয়েছে। কিন্তু এটা যে মিডিয়া তে আসবে, তাহলে তো সবাই চাবে। এবারই শেষ আর কাউকে দেব না।’
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের পরেই মুশফিককে এই অর্থ বুঝিয়ে দিয়েছে বিসিবি। ১৭ বছরের ক্যারিয়ারে বাংলাদেশকে একটানা সার্ভিস দিয়ে আসছেন মুশফিক। আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজারের বেশি রান করেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
নাজমুল হাসান পাপন বলেন, ‘তামিম, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ, মাশরাফি এরা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের প্রাণ। এর আগেও অনেকে ছিল, এখনও আছে। কিন্তু এদের একটা বিশেষ ব্যাপার আছে। তাই মনে হয়েছে ওদের জন্য কিছু করা উচিত।’