পিসিবিতে পালাবদল, শেঠির জায়গায় জাকা

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান চেয়ারম্যান নাজাম শেঠির দায়িত্বের মেয়াদ শেষ হতে যাচ্ছে আগামী ২১ জুনে। ধারণা করা হচ্ছিল, নতুন করে আবারো পিসিবির দায়িত্ব নিতে পারেন তিনি। তবে রাজনৈতিক বিবাদের জেরে পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ আসনে বসার লড়াইয়েই দেখা যাবে না তাঁকে। 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান চেয়ারম্যান নাজাম শেঠির দায়িত্বের মেয়াদ শেষ হতে যাচ্ছে আগামী ২১ জুনে। ধারণা করা হচ্ছিল, নতুন করে আবারো পিসিবির দায়িত্ব নিতে পারেন তিনি। তবে রাজনৈতিক বিবাদের জেরে পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ আসনে বসার লড়াইয়েই দেখা যাবে না তাঁকে।

নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে থেকে দেওয়া এক বার্তায় পিসিবিতে না থাকার কথা জানিয়েছেন তিনি। আর সে টুইটেই উঠে এসেছে নাজাম শেঠির নির্বাচন না করার নেপথ্যের কারণ। আর তার জায়গায় এখন পিসিবি চেয়ারম্যান পদে ফিরতে পারেন জাকা আশরাফ।

জানা গেছে, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান আসিফ আলী জারদারি নিজের পছন্দের ব্যক্তিকে পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ এই আসনে বসাতে চান। এ নিয়ে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও তাঁর সম্পর্ক দ্বন্দ্বে গড়িয়েছে। আর পিসিবির বর্তমান চেয়ারম্যান নাজাম শেঠি এই দ্বন্দ্বের কারণ হতে চান না। তাই নিজে থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি।

টুইটারে নাজাম শেঠি লিখেছেন, ‘সবাইকে সালাম। আমি আসিফ  আলী জারদারি আর শাহবাজ শরিফের মধ্যে চলমান বিবাদের কারণ হতে চাই না। এ ধরনের পরিস্থিতি পিসিবির জন্য মোটেই ভালো নয়। তাই এই পরিস্থিতিতে আমি পিসিবির চেয়ারম্যান পদপ্রার্থী হতে আগ্রহী নই।’

গত বছরের ডিসেম্বরে, নাজাম শেঠিকে প্রধান করে ১৪ সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটির অনুমোদন করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তখন এই কমিটির পরবর্তী ১২০ দিনের মধ্যে পিসিবির গঠনতন্ত্র পরিবর্তন করে নতুন নির্বাচন করার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে বেশ খানিকটা বিলম্ব করেই এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নাজাম শেঠি অবশ্য ২০১৩ থেকে ২০১৮ সালের আগস্ট পর্যন্ত পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন। এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান দায়িত্ব নিলে পদত্যাগ করেন তিনি।

নাজাম শেঠির জায়গায় আসেন রমিজ রাজা। কিন্তু, গত বছরের এপ্রিলে বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান প্রধানমন্ত্রিত্ব হারান। আর এতেই পুরনো দায়িত্বে আবারো ফেরেন নাজাম শেঠি। তবে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করলেও পূর্ণ মেয়াদে আর দায়িত্ব নেওয়া হচ্ছে না তাঁর।

এর আগে পিপিপি ফেডারেল মিনিস্টার এহসান উর রেহমান মাজারি জানিয়েছিলেন পিসিবির আগামী চেয়ারম্যান হিসেবে তাঁরা সমর্থন দেবেন জাকা আশরাফকে। সর্বশেষ যখন পিপিপির সরকার ছিল পাকিস্তানে, তখনও জাকাই ছিলেন পিসিবির সভাপতি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...