বিপিএলের খেলোয়াড় তালিকা: কোথাও নেই আশরাফুল

টেস্ট ওপেনার সাইফ হাসানের প্রতিও কেউ আগ্রহ দেখায়নি। যদিও, ক’দিন আগেই টি-টোয়েন্টি অভিষেক হয় তাঁর পাকিস্তানের বিপক্ষে। এমনকি সেই নির্বাচক প্যানেলের একজন হাবিবুল বাশার সুমন আছেন ঢাকা দলের সাথে। সেই ঢাকা দলও সাইফকে চায়নি। টেস্ট দলের নিয়মিত সদস্য আবু জায়েদ রাহিও দল পাননি।

ব্যাট হাতে আগের মত দাপট না থাকলেও এখনও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনও বেশ দাপট আছে ক্রিস গেইলের। তাঁকে ড্রাফটের বাইরেই দলে নিয়েছে সাকিব আল হাসানের দল ফরচুন বরিশাল। দলটিতে আরো আছেন শ্রীলঙ্কার দানুশকা গুনাথিলাকা ও আফগানিস্তানের মুজিব উর রহমান।

যদিও, দেশের অনেক প্রতিষ্ঠিত ক্রিকেটারই ড্রাফট থেকে কোনো দল পাননি। তারকাদের মধ্যে এই তালিকায় সবচেয়ে বড় নাম নি:সন্দেহে মোহাম্মদ আশরাফুলের।

এদিকে, টেস্ট ওপেনার সাইফ হাসানের প্রতিও কেউ আগ্রহ দেখায়নি। যদিও, ক’দিন আগেই টি-টোয়েন্টি অভিষেক হয় তাঁর পাকিস্তানের বিপক্ষে। এমনকি সেই নির্বাচক প্যানেলের একজন হাবিবুল বাশার সুমন আছেন ঢাকা দলের সাথে। সেই ঢাকা দলও সাইফকে চায়নি। টেস্ট দলের নিয়মিত সদস্য আবু জায়েদ রাহিও দল পাননি।

লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন দল পেয়েছেন। তিনি খেলবেন সিলেট সানরাইজার্সের হয়ে। যদিও, বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ  আমিনুল বিপ্লবের প্রতি কেউ আগ্রহ দেখায়নি। কোনো ঠিকানা খুঁজে পাননি নাসির হোসেন কিংবা শাহাদাত হোসেন রাজিবও।

 

  • কুমিল্লা ভিক্টোরিয়ান্স

দেশি ক্রিকেটার: মুস্তাফিজুর রহমান, লিটন দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভির ইসলাম, আরিফুল হক, নাহিদুল ইসলাম, মাহমুদুল জয়, সুমন খান, মুমিনুল হক সৌরভ, মাইদুল অঙ্কন, পারভেজ ইমন, আবু হায়দার রনি, মেহেদী হাসান।

বিদেশি: কুশাল মেন্ডিস, ওশনে থমাস, মইন আলি, সুনিল নারাইন, ফাফ ডু প্লেসিস।

  • ঢাকা

দেশি ক্রিকেটার:  মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা, শুভাগত হোম, মোহাম্মদ নাইম শেখ, আরাফাত সানি, ইমরানুজ্জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম অমি, শামসুর রহমান শুভ, এবাদত হোসেন।

বিদেশি: মোহাম্মদ শাহজাদ, ফজল হক ফারুকী, নাজিবুল্লাহ, কায়েস আহমেদ, ইসরু উদানা।

  • ফরচুন বরিশাল

দেশি: সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান রানা, ফজলে রাব্বি, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলী, তাইজুল ইসলাম, সালমান হোসেন, ইরফান শুক্কুর।

বিদেশি: ক্রিস গেইল, ওবেড ম্যাকওয়ে, আলজারি জোসেফ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মুজিব উর রহমান, নিরোশান ডিকওয়েলা।

  • সিলেট সানরাইজার্স

দেশি: তাসকিন আহমেদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, আল আমিন হোসেন, নাজমুল ইসলাম অপু, এনামুল হক বিজয়, সোহাগ গাজী, অলক কাপালি, মুক্তার আলী, মিজানুর রহমান, নাদিফ চৌধুরী, জুবায়ের হোসেন লিখন, হায়াত হৃদয়, সানজামুল ইসলাম।

বিদেশি: রবি বোপারা, অ্যাঞ্জেলা পেরেরা, দীনেশ চান্দিমাল, শেরবাজ আহমেদ, কেসরিক উইলিয়ামস, সিরাজ আহমেদ।

  • খুলনা টাইগার্স

দেশি: মুশফিকুর রহিম, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, কামরুল ইসলাম রাব্বি, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, ফরহাদ রেজা, রনি তালুকদার, সৈয়দ খালেদ আহমেদ, জাকির অনিক, নাবিল সামাদ।

বিদেশি: সেকুগ্গে প্রসন্ন, সিকান্দার রাজা, থিসারা পেরেরা, নাভিন উল হক, রাজাপাকশে।

  • চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

দেশি: নাসুম আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম, শামিম হোসেন পাটোয়ারি, মুকিদুল ইসলা মুগ্ধ, রেজাউর রহমান রাজা, সাব্বির রহমান রুম্মান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী, নাইম ইসলাম।

বিদেশি: চ্যাডউইক ওয়ালটন, রায়াদ এমরিট, বেনি হাওয়েল, কেনার লুইস

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...