Social Media

Light
Dark

চাহাল না কুলদীপ – কে এগিয়ে!

যুজবেন্দ্র চাহাল, নি:সন্দেহে ভারতের অন্যতম সেরা স্পিন বোলার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এর ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। এত সব পরিসংখ্যান এড়িয়ের বীরেন্দ্র শেবাগ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে চাহালের আগে কুলদীপ যাদবকেই প্রথম সুযোগ দিতে চান।

ads

বিশ্বকাপ মাঠে গড়াতে খুব বেশি দিন বাকি নাই। এরই মাঝেই ক্রিকেট বিশেষজ্ঞরা দিচ্ছেন তাঁদের মতামত আর পরামর্শ। ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ তার ব্যতিক্রম নয়।

তবে, তিনি ব্যতিক্রম অন্যদিকে। পরিসংখ্যান যুজবেন্দ্র চাহালের পক্ষে কথা বললেও, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের স্পিনিংলাইন আপে রবীন্দ্র জাদেজার সাথে কুলদীপ যাদবকেই রাখতে চান তিনি।

ads

যুজবেন্দ্র চাহাল রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটাচ্ছেন এবার। ১২ ম্যাচেই তুলে নিয়েছেন ১৪টি উইকেট। আর তাঁর এই পারফর্ম্যান্স এড়িয়ে যাওয়া নির্বাচকদের অসম্ভবই ছিল।

আর, তাই তো তাঁকে অন্তর্ভুক্ত করা হয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের স্কোয়াডে। আইপিএলে এ যাবত কালে ১৫৭ ম্যাচে শিকার করেছেন মোট ২০২ টি উইকেট। তবে তাঁর এই পারফর্ম্যান্স মোহিত করতে পারেনি বীরেন্দ্র শেবাগকে।

এতো সমৃদ্ধ পরিসংখ্যান থাকা স্বত্বেও তাঁকে গত ওয়ানডে বিশ্বকাপ থেকে বাদই দেয়া হয়েছিল। অধিনায়ক রোহিত শর্মা আর কোচ রাহুল দ্রাবিড় চাহালের চেয়ে রবীচন্দ্রন আশ্বিন আর কুলদীপ যাদবকেই বেশি গণ্য করেছেন।

তবে এভাবে ধারাবাহিক পারফর্ম্যান্স করতে থাকলে চাহালের জন্য একাদশে খেলা অসম্ভব কিছু না। আর বিশ্বকাপে চাহালের তুলে নিবেন একের পর এক উইকেট, তেমনটাই প্রত্যাশা করছেন তাঁর সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link