সোহানের জন্যে সব ক’টা দরজা খুলে দাও না!

পরিস্থিতি যাই হোক, নিজের ব্যাটিং গিয়ারের পরিবর্তন করে সেই পরিস্থিতিকে হাতের মুঠোয় আনতে দারুণ পটু সোহান। ৭৪ বলে সেঞ্চুরি।

৭৪ বলে সেঞ্চুরি। দরজায় এখন আর কড়া নাড়ছেন না নুরুল হাসান সোহান। তিনি রীতিমত জাতীয় দলের দরজায় ধাক্কা দিচ্ছেন প্রবল জোরে। তাকে কেন দলে নেওয়া হবে না- সেই যুক্তির পক্ষে কথা বলার বিন্দুমাত্র সুযোগ সোহান দিচ্ছেন না। লিস্ট এ সেঞ্চুরির পর, ফার্স্ট ক্লাসেও সেঞ্চুরি পেয়েছেন নুরুল হাসান সোহান।

ধারাবাহিকতা, আগ্রাসন আর দৃঢ়তার অনন্য এক চরিত্রে নিজেকে প্রমাণিত করেছেন তিনি। প্রতিনিয়ত নিজের ব্যাটিং উন্নতির ছাপ ফেলে যাচ্ছেন ক্রিকেট ময়দানে। নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে সেই প্রমাণ রাখলেন আরও একটিবার।

দ্রুত চার উইকেটের পতনের পর তিনি পালটা আক্রমণের পথ বেছে নিলেন। নিউজিল্যান্ডের বোলারদের উপর চালানে নিজের শাসন। মাঝপথে একটু ছন্দচ্যুতি হয়েছে বটে। কিন্তু ফের তিনি আগ্রাসনের পথেই হেটেছেন। সেঞ্চুরিও তুলে নিয়েছেন। ভয়ডরহীন ধারায় ব্যাটিংটা করেছেন সিলেট স্টেডিয়ামের বাইশ গজে।

এই নির্ভয়তাই বলে দেয় সোহান এই মুহূর্তে ঠিক কতটা আত্মবিশ্বাসী। পরিস্থিতি যাই হোক, নিজের ব্যাটিং গিয়ারের পরিবর্তন করে সেই পরিস্থিতিকে হাতের মুঠোয় আনতে দারুণ পটু সোহান। আর ঠিক এই কাজটাই তিনি বিগত এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট থেকে ধারাবাহিকভাবে করে আসছেন।

ঘরোয়া সার্কিটে রীতিমত উড়ছেন তিনি। মুখে নয়, ব্যাটে পারফরম করেই তিনি জাতীয় দলে তাকে নেওয়ার দাবি জানাচ্ছেন। একজন লোয়ার মিডল অর্ডার ব্যাটার হিসেবে যা কিছু করা উচিত, ঠিক তাই করছেন প্রতিটি ম্যাচে। আর তার উইকেটরক্ষন নিয়ে নিশ্চয়ই নতুন করে কিছু বলার নেই।

দেশের অন্যতম সেরা উইকেটকিপার নুরুল হাসান সোহান- এক বাক্যে যে কেউ তা স্বীকার করে নেবে। তাছাড়া ফরম্যাট বদলেও ব্যাটিংয়ের ধারাতে খুব বেশি প্রভাব তিনি পড়তে দিচ্ছেন না। এমন সময়ে একজন খেলোয়াড়ের তো জাতীয় দলের জায়গা পাওয়া প্রাপ্য। সোহান কি পাবেন- যা তার প্রাপ্য?

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link