আইসিসির কারণেই হারিয়ে যাচ্ছে ওয়ানডে!

অকাল অবসরের ব্যাপারে ইংলিশ তারকা বলেন, ‘ফ্রাঞ্চাইজি ক্রিকেট টাকা নিয়ে বসে আছে, তাঁরা টাকা ঢালতে প্রস্তুত। মানুষের পক্ষে এমন প্রস্তাবে না করা কঠিন। অনেকেই আছে যারা লিগ খেলার জন্য আগামী কয়েক বছরের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলবে।’

ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যত হুমকির মুখে, দিন দিন জনপ্রিয়তা কমছে। আইসিসি তো দ্বিপাক্ষিক সিরিজ বাদ দেয়ার কথা ভাবছে। এরই মধ্যে মঈন আলী আরেকবার মনে করিয়ে দিলেন ওয়ানডে ক্রিকেটের মৃতপ্রায় জীবনের কথা, সেই সাথে তিনি দায়ী করলেন আইসিসিকে। তাঁর মতে আইসিসির গোয়ার্তুমির কারণেই হারিয়ে যাবে ঐতিহ্যবাহী ফরম্যাটটা।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন এই অলরাউন্ডার; আহামরি না হলেও ব্যাটে-বলে পারফরম করেছেন। কিন্তু এরপর আর স্থায়ী হতে পারেননি স্কোয়াডে, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ছিলেন না তিনি।

সম্প্রতি একটা সাক্ষাৎকারে এই বাঁ-হাতি বলেন, ‘ওয়ানডে ফরম্যাট প্রায় মরে গিয়েছে। বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়া এটার কোন আবেদন নেই। ক্রিকেটে ওয়ানডে সবচেয়ে বাজে ফরম্যাট, এবং আমার মতে এটা বলার অনেক যৌক্তিক কারণ আছে। আইসিসির নিয়মগুলো কেমন যেন, ফিল্ড রেস্ট্রিকশনের কারণে বোলাররা চাপে থাকে। ব্যাটাররা আজকাল ৬০, ৭০ গড়ে রান করছে এই কারণেই।’

মঈন আরো বলেন, ‘ধরুন আপনি বল করছেন, যখনি ব্যাটারকে চাপে ফেলবেন সে হয়তো একটা রিভার্স সুইপ খেলবে। শেষ, সিঙ্গেলও না – বাউন্ডারি পেয়ে যাচ্ছে। সবসময়ই রান করার অপশন খোলা থাকছে ব্যাটারের জন্য।’

এছাড়া দুইটা নতুন বল ব্যবহার নিয়ে তিনি বলেন, ‘দুইটা নতুন বল ব্যবহার করতে হয় এখন, রিভার্স সুইং তাই দেখা যায় না। পুরানো বলে শট খেলার সামর্থ্যও প্রয়োজন হয় না। সব বলই ব্যাটে সুন্দরভাবে আসছে, আর আলতো টোকায় রান পাওয়া যাচ্ছে। এসব কারণেই পঞ্চাশ ওভারের সংস্করণ হারিয়ে যাবে।’

আবার অকাল অবসরের ব্যাপারে ইংলিশ তারকা বলেন, ‘ফ্রাঞ্চাইজি ক্রিকেট টাকা নিয়ে বসে আছে, তাঁরা টাকা ঢালতে প্রস্তুত। মানুষের পক্ষে এমন প্রস্তাবে না করা কঠিন। অনেকেই আছে যারা লিগ খেলার জন্য আগামী কয়েক বছরের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলবে।’

Share via
Copy link