কেন রোহিতকে সরাল মুম্বাই?

আইপিএলের সফলতম অধিনায়কদের একজন রোহিত শর্মা, একই সাথে ভারতেরও অধিনায়ক তিনি। তাঁর সমান পাঁচবার আইপিএল শিরোপা জিতেছেন শুধু মহেন্দ্র সিং ধোনি। তাঁর জায়গায় হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করাটা বিতর্ক উসকে দেবে অনুমেয় ছিল। সমর্থক থেকে ক্রিকেট পন্ডিত- সবার চোখেমুখেই তাই বিস্ময়। গুঞ্জন উঠেছে দলেও নাকি সৃষ্টি হয়েছে দ্বন্দ এর কারণে।

এমন একটা সময়ে মিডিয়ার সামনে কথা বলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের গ্লোবাল হেড অফ ক্রিকেট মাহেলা জয়াবর্ধনে। তিনি স্বীকার করেছেন সিদ্ধান্তটা মোটেও সহজ ছিল না, কিন্তু প্রয়োজনীয় ছিল।

সাবেক এই লঙ্কান গ্রেট বলেন, ‘এটা একটা কঠিন সিদ্ধান্ত ছিল। সত্যি বলতে ভক্তদের এভাবে প্রতিক্রিয়া দেখানো ভুল কিছু না। আমি মনে করি প্রত্যেকেরই আবেগ আছে। কিন্তু একইভাবে একটা ফ্রাঞ্চাইজি হিসেবে এরকম সিদ্ধান্ত নিতে হত।’

মাহেলা জয়াবর্ধনে জোর দিয়েছেন একটা ঐতিহ্য তৈরি করার ব্যাপারে। তিনি বলেন, ‘রোহিত শর্মাকে মাঠে এবং মাঠের বাইরে পরের প্রজন্মকে পথ দেখানোতে পাওয়া বেশ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সে এখন পর্যন্ত দারুন করেছে। আমি নিশ্চিত সে আমাদের এই লিগাসির অংশ হিসেবে থাকবেন।’

হার্দিক পান্ডিয়া এর আগেও খেলছেন মুম্বাই ইন্ডিয়ান্সে, সফল্ভাবে ফিনিশারের ভূমিকা পালন করে এসেছেন। জয়াবরধনে জোর দিলেন এই ব্যাপারটায়। বললেন, ‘পান্ডিয়া ড্রেসিং রুমে থাকাটা নতুন কিছু না। আমরা জানি সে কি করতে পারে। বরং তার গুজরাটকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা বেশ কাজে দেবে।’

তিনি আরো যোগ করেন, ‘শচীন তরুণদের সাথে খেলেছেন। তিনিও অন্য আরেকজনকে নেতৃত্ব দিয়ে নিশ্চিত করেন মুম্বাই ইন্ডিয়ান্স সঠিক পথে এগুচ্ছে। এটাও সেরকম। আমাদের কথা হয়েছে নিজেদের মধ্যে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link