চ্যালেঞ্জ মানেই উত্তেজনা পূর্ণ বাঁধা। সেখানে জড়িত থাকে আত্মসম্মান। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলি ঠিক তেমনই এক আত্মসম্মানের চ্যালেঞ্জ দিয়েছেন বাবর আজমকে।
বাবর আজমকে অদ্ভুত এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। বিশ্বকাপে বড় দলের বিপক্ষে পর পর তিন ছক্কা হাঁকালেই তাঁর ইউটিউব চ্যানেল বন্ধ করে দিবেন তিনি।
সাবেক এই ক্রিকেটার জানান, ‘যদি বাবর আজম শক্তিশালী দলের বিরুদ্ধে তিনটি ছক্কা মারেন, মার্কিন যুক্তরাষ্ট্র বা আয়ারল্যান্ডের বিপক্ষে নয়, শীর্ষস্থানীয় কোনো শক্তিশালী দলের বিরুদ্ধে, তবে আমি আমার ইউটিউব চ্যানেলটি বন্ধ করে দেব।’
এই আজব চ্যালেঞ্জ সম্পর্কে বাসিত আরো বলেন, ‘যদি বাবর এই চ্যালেঞ্জ গ্রহণ করেন, তবে তাঁর উচিত জানানো যে, তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। আর যদি সে বিশ্বকাপে ছক্কা মারতে না পারে, তাহলে তাঁর ওপেনিংয়ে ব্যাটিং করা থেকে নিজের নাম সরিয়ে নেয়া উচিত।’
২৯ বছর বয়সী বাবর সম্প্রতি পাকিস্তান ক্রিকেট দলের সাদা বলের অধিনায়ক হিসেবে পুনর্নিযুক্ত হয়েছেন। পাকিস্তানী পেসার শাহীন শাহ আফ্রিদিকে সরিয়ে তাঁকে অধিনায়ক হিসবে মনোনীত করে বোর্ড। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এ তিনিই দিবেন পাকিস্তানের নেতৃত্ব।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক কমিটি সর্বসম্মতিক্রমে বাবরকে পুনর্বহাল করার সুপারিশ করেছিল। আর তাতে পিসিবির চেয়ারম্যান মহসিন নকভি সম্মতি জানিয়েছিলেন। সম্প্রতি অনভিজ্ঞ নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ এ সিরিজ ড্র করে পাকিস্তান। আর আগামী সপ্তাহে তাঁরা আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের মুখোমুখি হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী ৯ জুন পাকিস্তান মুখোমুখী হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের। তাছাড়া গ্রুপ পর্বের বাঁধা অতিক্রম করলেই দেখা মিলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো শক্তিশালী দলগুলোর।
সেই ম্যাচগুলোতেই মূলত বাবরকে দিতে অগ্নি পরীক্ষা। বিশ্বকাপের প্রস্তুতিটা বেশ ভালোভাবেই নিচ্ছে পাকিস্তান ক্রিকেট। আর এর মাঝেই বাবরের জন্য বাসিত আলীর ওপেন চ্যালেঞ্জ বাড়তি উত্তেজনা যোগ করেছে।