উপমহাদেশের মাটিতে বিশ্বকাপ। ওয়ানডে র্যাংকিংয়ে দাপট পাকিস্তানের। অস্ট্রেলিয়ার পরেই তাদের অবস্থান দুইয়ে। এবারের বিশ্বকাপে তাই অন্যতম ফেভারিট ধরা হচ্ছে ১৯৯২ এর বিশ্বচ্যাম্পিয়নদের। ৩১ বছর পর বিশ্বকাপ জিততে প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না বাবর আজমের দল। দলের প্রায় প্রতিটা জায়গা নিশ্চিত হয়ে গেলেও এখনো নিশ্চিত না উইকেট রক্ষক মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিং পজিশন।
সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজ পাঁচ নম্বরে ব্যাট করার পর রিজওয়ান সংবাদমাধ্যমে বলেছিলেন নিজের ব্যাটিং পজিশন নিয়ে খুশি নন তিনি। ব্যাট করতে চান আরো উপরে। পাকিস্তানের টিম ডিরেক্টর মিকি আর্থার জানালেন, দলের জন্য যেভাবে রিজওয়ানকে ব্যবহার করলে ভালো হবে সেভাবেই ব্যবহার করবেন তিনি।
নিউজিল্যান্ড সিরিজ চলাকালীনই রিজওয়ান জানিয়েছিলেন পাঁচ নম্বরে ব্যাট করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না তিনি। চার নম্বরে ব্যাট করার ইচ্ছার কথাও জানান রিজওয়ান। তবে দলের স্বার্থে নিজের পছন্দের ব্যাটিং পজিশন ছাড়তেও রাজি এই উইকেটরক্ষক।
মিকি আর্থারও একমত রিজওয়ানের শেষ কথার সাথে। তিনি জানান, ব্যক্তিগত পছন্দ-অপছন্দের চেয়ে দলের স্বার্থকেই আগে গুরুত্ব দেবে টিম ম্যানেজমেন্ট।
আর্থার বলেন, ‘দলের ভারসাম্য এবং অন্যান্য জিনিস বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেব দলের কার ভূমিকা কি হবে। আমাদের আরো কিছু জিনিস দেখতে হবে দলের জন্য সেরা কম্বিনেশন খুঁজে পেতে। সেক্ষেত্রে দলকে প্রথমে এবং রিজওয়ানকে দ্বিতীয় স্থানে রাখা হবে। কারণ পাকিস্তানে সবসময় দল সবার আগে।’
দ্রুতই রিজওয়ানকে দলে তাঁর ভূমিকা সম্পর্কে পরিষ্কার ধারণা দেয়া হবে বলে জানান আর্থার, ‘কিভাবে আমরা রিজওয়ানকে সবচেয়ে ভালোভাবে ব্যবহার করতে পারি সেটি আমাদের ভাবতে হবে এবং এরপরই তাকে একটি নির্দিষ্ট ভূমিকা দেয়া হবে। আমরা তাঁর কাছ থেকে সেই পজিশনে কি চাই সেটিও তাকে পরিষ্কার করা হবে।’
অভিজ্ঞ মোহাম্মদ রিজওয়ানের সামর্থ্যে আস্থা রাখছেন আর্থার। তিনি বলেন, ‘ও দারুণ একজন খেলোয়াড়। সে এখন অনেক অভিজ্ঞ। আমি পাকিস্তান ছেড়ে চলে যাবার পর থেকে সে দারুণ উন্নতি করেছে। সে এখন বিশ্বসেরাদের একজন। শুধু আমাদের খুঁজে বের করতে হবে কিভাবে রিজওয়ানকে দলের জন্য সবচেয়ে ভালো ভাবে ব্যবহার করা যায়।’
নিজের পছন্দের চার নম্বরে রিজওয়ানের রেকর্ডও দুর্দান্ত। চার নম্বরে ২০ ম্যাচ খেকে ৪৩.৬৪ গড়ে ৭৪২ রান করেছেন রিজওয়ান। যেখানে তাঁর ক্যারিয়ার গড় ৩৪.৩৪। এই পজিশনে দুটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরিও আছে রিজওয়ানের।
এছাড়াও তিন নম্বরে খেলা বাবর আজমের সাথে রিজওয়ানের বোঝাপড়াও দারুণ। দুইজনের একসাথে আছে দারুণ কিছু পার্টনারশিপ। তাই দলকে সেরা সার্ভিসটা দিতে চার নম্বর পজিশনটা খুব করে চাইছেন রিজওয়ান।