টানা দুই পরাজয়ের পর পাকিস্তানের বাদ পড়া কি নিশ্চিত এমন প্রশ্ন এখন বাতাসে ভাসছে। এছাড়া দুই জয় নিয়ে ভারত কি সুপার এইটে পাড়ি জমিয়েছে কি না সেটাও আলোচনার বিষয়। তবে বিস্ময়ের কথা, দুটো প্রশ্নের উত্তরই না। অর্থাৎ এখনও সম্ভাবনা আছে যে পাকিস্তান সুপার এইটে খেলবে আর ভারত ফিরে যাবে নিজের দেশে!
ক্রিকেট বিশ্ব যা দূরতম কল্পনাতেও ভাবেনি তাই হয়েছে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে বসেছিল পাকিস্তান। ঘুরে দাঁড়ানোর সুযোগ অবশ্য তাঁরা পেয়েছিল ভারতের বিপক্ষে, চিরপ্রতিদ্বন্দ্বীদের হারাতে পারলে অঘটনের দুঃখ হয়তো ভোলা যেত। কিন্তু সেখানেও জেতা ম্যাচ হেরে আক্ষেপ বাড়িয়েছে দলটি। অন্যদিকে, পরপর দুই ম্যাচ থেকে পূর্ণ চার পয়েন্ট আদায় করেছে টিম ইন্ডিয়া।
তবু হিসেব-নিকেশ শেষ হয়ে যায়নি, পাকিস্তানের সুপার এইটে যাওয়ার পথ এখনও খোলা আছে। এছাড়া অবিশ্বাসের জন্ম দিয়ে বাদ পড়তে পারে ভারত। কিন্তু কিভাবে?
এক্ষেত্রে মূলত নেট রান রেটের হিসেব আসবে। পাকিস্তান যদি পরবর্তী দুই ম্যাচে বড় ব্যবধানে জেতে তাহলে তাঁদের মোট পয়েন্ট হবে চার। সেই সাথে নেট রান রেটও থাকবে তুলনামূলক বেশি। অপরদিকে ভারত যদি কোনক্রমে কানাডা আর যুক্তরাষ্ট্রের কাছে হেরে বসে তাহলে সমান চার পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হবে।
তখন যুক্তরাষ্ট্র ছয় বা এর বেশি পয়েন্ট নিয়ে চলে যাবে দ্বিতীয় পর্বে। আর রান রেটে ভারত আর পাকিস্তানের মাঝে যারা এগিয়ে থাকবে তাঁরা সুযোগ পাবে সেরা আটে। সত্যি বলতে, প্রতিপক্ষ বিবেচনায় ভারতের বাদ পড়ার সম্ভাবনা এক শতাংশও নয়। তবে পাকিস্তান চাইলে স্বপ্ন দেখতেই পারে।
সেজন্য অবশ্য যুক্তরাষ্ট্রকে বাকি দুই ম্যাচেই হারতে হবে এবং একই সঙ্গে নিজেদের দুই ম্যাচেই বড় ব্যবধানে জিততে হবে বাবর আজমদের। গত আসরেই জিম্বাবুয়ে এবং ভারতের কাছে হেরে যাওয়া সত্ত্বেও ফাইনাল খেলেছিল পাকিস্তান। এবারও কি তেমন কিছু হবে?