হাফ ডজন বল হারিয়েছেন পারভেজ হোসেন ইমন। দেশের যখন কালবৈশাখি ঝড়ের প্রকোপ, শারজাহতে তখন ঝড় তুলেছেন ইমন। একের পর এক বল গিয়ে পড়েছে স্টেডিয়ামের বাইরে। ছক্কার বৃষ্টিতে ইমন লিখেছেন শতকের অনবদ্য কাব্য। ভেঙেছেন রেকর্ডের ধুলো জমা স্তম্ভ।
একাদশে জায়গা পাওয়ার কথা ছিল সৌম্য সরকারের। কিন্তু সেই জায়গায় বাংলাদেশ দল রেখেছে পারভেজ হোসেন ইমনের উপর আস্থা। আর সেই ভরসার প্রতিদান দিতে খুব বেশি সময় অবশ্য নিলেন না বা-হাতি এই ব্যাটার। দুর্ধর্ষ ব্যাটিংয়ে শারজাহতে বাউন্ডারি বৃষ্টি ঘটালেন ইমন।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শুরু থেকেই আগ্রাসনের পথ বেছে নিয়েছিলেন পারভেজ হোসেন ইমন। যদিও মারকাটারি ব্যাটিংয়ের শুরুটা করেছিলেন তানজিদ হাসান তামিম। প্রথম ওভারে একটি ছক্কা ও একটি চার মারেন তানজিদ। তিনি বেশিদূর এগোতে না পারলেও ইমন ঠিকই বজায় রেখেছেন বাউন্ডারির ধারা।
মাত্র ২৮ বলে হাফ সেঞ্চুরির মাইলফলক পার করেছেন তিনি। প্রায় দুইশর কাছাকাছি স্ট্রাইকরেটে চলেছে তার ব্যাট। অপরপ্রান্তে তামিম ও লিটন দাস দ্রুত ফিরে গেলেও, ইমনের কল্যাণে বাংলাদেশ পেয়েছে উড়ন্ত সূচনা। তবে নিজের দারুণ দিনটাকে আর ফিফটিতে সীমাবদ্ধ রাখেননি তিনি।
বাংলাদেশের পক্ষে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি তুলে নিয়েছেন পারভেজ হোসেন ইমন। এছাড়াও এক টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডটিও নিজের দখলে নিয়েছেন তরুণ এই ব্যাটার। স্রেফ ৫৩ বলে তিন অংকের ম্যাজিকাল ফিগার ছুঁয়েছেন ইমন।
৫৪ বলে ইনিংসটিতে নয়টি ছক্কা হাঁকিয়েছেন। এছাড়া পাঁচটি চার এসেছে তার ব্যাট থেকে। প্রায় অধিকাংশ ছক্কার বল গিয়েছে মাঠের বাইরে। দারুণ ইনিংসটিতে নিজের অভ্যাসেও পরিবর্তন এনেছেন ইমন। সাধারণত ফিফটি করার পর খানিক স্লথ হয়ে যায় তার রান তোলার গতি। তবে এদিন তেমনটি ঘটেনি। সেঞ্চুরি পর্যন্ত যেতে তিনি খরচ করেছেন আর মাত্র ২৪টি বল।
অতএব নিজেকে পরিবর্তন করতে পেরেছেন। এখন পালা ধারাবাহিক হওয়ার। আগ্রাসনের সাথে সাথে ধারাবাহিকতাও তো সমান গুরুত্বপূর্ণ। তেমনটি হলেই পারভেজ হোসেন ইমনের হাত ধরে উড়ন্ত সূচনাগুলো নিয়মিত হবে টাইগারদের।