প্যাট কামিন্স, এই সময়ের সেরা ক্রিকেটার

প্যাট কামিন্স একটা 'কমপ্লিট প্যাকেজ'। কোন প্রকার তর্ক ছাড়াই তিনি এই সময়ের সেরা।

প্যাট কামিন্স একটা ‘কমপ্লিট প্যাকেজ;। কোন প্রকার তর্ক ছাড়াই তিনি এই সময়ের সেরা। টপ লেভেলে ক্রিকেট খেলা প্রত্যেকেই ক্রিকেটটা বোঝেন। কিন্তু বাইশ গজে বাস্তবায়ন করতে পারেন অল্প সংখ্যক খেলোয়াড়। প্যাট কামিন্স ব্যাটে-বলে নিজের মুন্সিয়ানা দেখাতে পারেন, পরিস্থিতি বুঝে। এ কারণেই তিনি সময়ের সেরা খেলোয়াড়।

আফগানিস্তানের বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েলের অনবদ্য দ্বিশতকের ইনিংসটি নিশ্চয়ই মনে আছে। সেই ম্যাচে ম্যাক্সওয়েলকে যোগ্য সঙ্গ দিয়ে গিয়েছিলেন কামিন্স। সেই ম্যাচে ৬৮ বলে ১২ রান করেছিলেন প্যাট কামিন্স। পরিস্থিতি তার কাছ থেকে সেটাই প্রত্যাশা করছিল।

সেই একই প্যাট কামিন্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে ১৫ বলে ৫৬ রান করতে জানেন। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে সেদিন তিনি ১৪ বলে ফিফটি হাকিয়েছলেন। তিনি যেমন ব্যাট হাতে রক্ষণেও দৃঢ়, তেমনি আক্রমণেও বেশ দক্ষ। অন্তত এই দু’টো ইনিংস সে কথাই বলে।

আবার বল হাতে তিনি সর্বত্র বিরাজমান। বল নতুন হোক কিংবা পুরান, অথবা মাঝের ওভারে দলের উইকেট প্রয়োজনেও এগিয়ে আসেন প্যাট কামিন্স। উইকেট থেকে কি পাবেন তিনি সে নিয়ে খুব একটা ভাবেন না। বরং তিনি বল ছোড়েন নিজের স্কোরবোর্ডের রান দেখে।

শর্ট অব গুড লেন্থে বল করেন তিনি উইকেটের প্রত্যাশায়, ব্যাটারকে দেন রান করার প্রলোভন। তবে তিনি তেমনটি করেন যখন তার কাছে ডিফেন্ড করার মত যথেষ্ট রান থাকে। কিন্তু যখন পরিস্থিতি তার অনুকূলে থাকে না, তখন তিনি আবার চিরায়ত চ্যানেল বোলার বনে যেতেও পারেন। অফ স্ট্যাম্পের ঠিক উপরিভাগকে টার্গেট করে অনবরত টাইট লাইনে বল ছুড়ে যেতে পারেন প্যাট কামিন্স।

তাতে করে ব্যাটার হাত খোলার সুযোগই পাননা। চাপে ফেলে উইকেট তুলে নেন অজি এই অলরাউন্ডার। কেবল ব্যাটে-বলে পারফরম করেই ক্ষান্ত থাকেন না তিনি। অধিনায়কত্বের ম্যাজিকও জানেন। অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে বিশ্বকাপ জিতে নিয়েছেন। তার অধীনে অ্যাসেজ সিরিজেও জয় পেয়েছে অজিরা। এমনকি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা এনে দিয়েছেন।

এছাড়াও ২০২৪ আইপিএলে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদকে তুলেছিলেন ফাইনালে। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কাছে পরাজিত হতে হয়েছিল তাকে। তাতে অবশ্য কামিন্সের মাহাত্ম্য, তার উচ্চতা খর্ব হয় না। বরং তিনি এবারের আসরেও হায়দ্রাবাদকে যতটা সম্ভব সহয়তা করছেন নিজের সবটুকু দিয়ে।

Share via
Copy link