‘চুপ’ করিয়ে দিতে চান প্যাট কামিন্স

বললেন, ‘আমি তৈরি। আমি এক্সাইটেড। চলো, শুরু করে দেই!’ ২০১৬-এর পর দীর্ঘদিন ট্রফির স্বাদ পায়নি হায়দ্রাবাদ। এবার নতুন নেতৃত্ব, নতুন অধ্যায়। কমিন্স জানালেন, কিছু পুরনো সতীর্থ আছেন, আবার এমন অনেকেই আছেন, যাঁদের সঙ্গে এখনো পরিচয় হয়নি। তবে সবাই মিলে লক্ষ্য একটাই, আনতে হবে শিরোপা। বাকিদের চুপ করিয়ে দিতে হবে।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিপণন কোথায় গিয়ে ঠেকেছে একবার ভাবুন! সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। সানরাইজার্স হায়দ্রাবাদের পেজে তিনি নিজের আগমনী বার্তা জানালেন ঠোঁটে আঙুল দিয়ে, ঠিক যেভাবে ২০২৩ সালের ফাইনালে তিনি আহমেদেবাদের এক লাখ দর্শককে চুপ করে দিয়েছিলেন, খোদ বিরাট কোহলিকে আউট করে।

সেবার বিশ্বকাপ ফাইনালের আগেই বলেছিলেন, তিনি চান ভারতকে চুপ করিয়ে দিতে। চুপ করিয়ে দেওয়ার সেলিব্রেশন তিনি করেননি। না সেদিন, না এর আগে পরে। কিন্তু, এবার তাঁর সেই বক্তব্যেই পুঁজি করে বিপণনের নতুন কৌশল অবলম্বন করল সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যানেজমেন্ট। গেল আইপিএলেও একই ভাবে মার্কেটিং করেছিল হায়দ্রাবাদ।

সেদিন কোহলির উইকেট পাওয়ার পর আক্ষরিক অর্থেই এক লাখ দর্শক তো বটেই, গোটা ভারতই থমকে গিয়েছিল। এবার আইপিএলেও সেই একই লক্ষ্য প্যাট কামিন্সের। ফ্র্যাঞ্চাইজির পোস্টে ভিডিও বার্তায় রীতিমতো ঝলসে উঠলেন অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অধিনায়ক।

বললেন, ‘আমি তৈরি। আমি এক্সাইটেড। চলো, শুরু করে দেই!’ ২০১৬-এর পর দীর্ঘদিন ট্রফির স্বাদ পায়নি হায়দ্রাবাদ। এবার নতুন নেতৃত্ব, নতুন অধ্যায়। কমিন্স জানালেন, কিছু পুরনো সতীর্থ আছেন, আবার এমন অনেকেই আছেন, যাঁদের সঙ্গে এখনো পরিচয় হয়নি। তবে সবাই মিলে লক্ষ্য একটাই, আনতে হবে শিরোপা। বাকিদের চুপ করিয়ে দিতে হবে।

Share via
Copy link