Social Media

Light
Dark

পাকিস্তানেও পালা বদলের ডঙ্কা বেজেছে

ওয়াহাব রিয়াজ ও আবদুল রাজ্জাককে নির্বাচক কমিটি থেকে বাদ দিয়ে নতুন কমিটি গঠন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যার নেতৃত্ব দিবেন সাবেক পাকিস্তানি দুই ক্রিকেটের মোহাম্মদ ইউসুফ এবং আসাদ শফিক। এমনকি এই নির্বাচক কমিটিতে অন্তর্ভুক্ত থাকবেন কোচ গ্যারি কার্স্টেন ও জেসন গিলেস্পিও।

ads

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের খারাপ পারফরম্যান্সের পর গুঞ্জন উঠেছিল পরিবর্তনের। দলের সাথে সাথে ক্রিকেট বোর্ডেও যে পরিবর্তনের ছোয়া আসবে তা অনুমেয় ছিল। তাই দলের বিশৃঙ্খল পরিস্থিতি ও পক্ষপাতিত্বের দায়ে কমিটি থেকে বাদ পড়েন রিয়াজ ও রাজ্জাক। আর ইউসুফ ও শফিককে নতুন কমিটির দায়িত্ব দেয় পিসিবি।

দলে বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন থাকলেও সাদা বলের ক্রিকেটে দলের অধিনায়ক হিসেবে তিনিই বহাল থাকছেন। লাল বলের অধিনায়ক শান মাসুদের সাথে বাবরও এই নির্বাচক কমিটির অবিচ্ছেদ্য অংশ থাকবেন। নিজেদের দল নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এই দুই অধিনায়ক।

ads

আগামী মাসে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। নবগঠিত কমিটির প্রথম কাজ হবে এই সিরিজের জন্য দল নির্বাচন করা। প্রশিক্ষণ শিবিরে আমন্ত্রিত খেলোয়াড়দের চূড়ান্তভাবে বাছাইয়ের আগে তাঁদের কঠোর ফিটনেস মূল্যায়ন করা হবে।

পিসিবির নতুন নির্বাচক কমিটির অংশ থাকবেন না বিলাল আফজাল। তবে এর পরিবর্তে বোর্ডে নতুন একটি দায়িত্ব দেওয়া হবে তাঁকে। ডাটা অ্যানালিস্ট হাসান চিমা এবং আন্তর্জাতিক ক্রিকেট পরিচালক উসমান ওয়াহলাকেও সিলেকশন কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে।

বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ড একটি অফিসিয়াল বিবৃতিতে রাজ্জাক ও রিয়াজের বিষয়টি জানায়। যেখানে বলা হয়, ‘ আব্দুল রাজ্জাক ও ওয়াহাব রিয়াজকে জানিয়ে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচক কমিটিতে তাঁদের পরিষেবার আর প্রয়োজন হবেনা।’ এরপরই  নতুন নির্বাচক কমিটির সদস্য হিসেবে ইউসুফ ও শফিকের অন্তর্ভুক্তির খবর আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link