টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অপ্রত্যাশিত ফলাফলের পর থেকে দলের প্রায় সবাইকে নিয়েই সমালোচনা হচ্ছে। এমনকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দিকে আঙুল তুলছেন অনেকে। তবে এবার তাঁদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ দিলেন সাবেক ক্রিকেটার বাসিত আলী। তাঁর মতে, ক্রিকেট বোর্ড বাবর আজমকে রক্ষা করতে গিয়ে মোহাম্মদ রিজওয়ান এবং শাহীন শাহ আফ্রিদিকে ঢাল হিসেবে ব্যবহার করছে।
একবার দায়িত্ব হারানোর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে পুনরায় অধিনায়ক হয়েছিলেন বাবর। কিন্তু আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি। স্বাভাবিকভাবেই তাঁকে সমালোচনার শিকার হতে হচ্ছে সবচেয়ে বেশি।
কিন্তু সাম্প্রতিক সময়ে পিসিবি একটি প্রতিবেদন তৈরি করছে যেখানে রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদিকে দোষী হিসেবে দেখানো হবে; যেন বাবরের ওপর থেকে সমালোচনার চাপ কমে। এমনই এক অভিযোগ তুলে আলোড়ন তৈরি করেছেন বাসিত। সেই সাথে তিনজনকেই একইভাবে বিচার করার দাবি জানান।
তিনি বলেন, ‘শাহীন আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ানের বিরুদ্ধে প্রতিবেদন তৈরি করা হচ্ছে যে তাঁরা ড্রেসিংরুমে আলাদা গ্রুপ তৈরি করেছে। অথচ এটা সম্পূর্ণ ভুল। আপনারা দয়া করে একজনের দোষ অন্যের উপর চাপিয়ে দেবেন না। এমনটা হলে পাকিস্তান ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। দুজনের ওপর সব দোষ চাপিয়ে তৃতীয়জনকে নায়ক বানাবেন না, এটা অন্যায়।’
এছাড়া বাবরের অধিনায়কত্ব নিয়ে নিজের অসন্তোষের কথা জানিয়েছেন এই ডানহাতি ব্যাটার। একাধিক টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দলকে মোটেই ভাল নেতৃত্ব দিতে পারেননি পাক অধিনায়ক, এটাই বিশ্বাস তাঁর।
তিনি বলেন, ‘বাবর কি এমন করেছে, কেবল এবারই নয় এর আগেও বা কি করেছে? মেলবোর্নে শেষ ওভার নওয়াজকে দেয়ার কথা সবাই দেখেনি? পাঁচ ম্যাচ পর কাউকে অধিনায়ক থেকে বাদ দেয়া হলে তাঁর কেমন লাগবে (শাহীনের প্রসঙ্গে)। টিভি শো এর সময় আমাদের চেয়ার বদলালেও তো আমাদের খারাপ লাগে।’