Social Media

Light
Dark

আইপিএলে পাঞ্জাবের অধিনায়ক রোহিত শর্মা?

রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ার গুঞ্জন বেশ পুরনো খবর। নতুন খবর হল, তিনি আসতে চলেছেন পাঞ্জাব কিংসে। তাও আবার অধিনায়ক হিসেবে। পাঞ্জাবের গেল মৌসুমের অধিনায়ক শিখর ধাওয়ান সব রকম ক্রিকেট থেকে বিদায় বলে ফেলেছেন।

রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ার গুঞ্জন বেশ পুরনো খবর। নতুন খবর হল, তিনি আসতে চলেছেন পাঞ্জাব কিংসে। তাও আবার অধিনায়ক হিসেবে। পাঞ্জাবের গেল মৌসুমের অধিনায়ক শিখর ধাওয়ান সব রকম ক্রিকেট থেকে বিদায় বলে ফেলেছেন।

আর সে জন্যই উদ্বোধনী জুটিতে শিখরের সাবেক সঙ্গী রোহিতের দিকে হাত বাড়াবে পাঞ্জাব। এমনিতে, রোহিতকে দলে পেতে আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি আগ্রহী। তবে, পাঞ্জাবের জন্য সেরা পছন্দ হতে পারেন রোহিত শর্মা।

দলটিতে কোন আইকনিক ক্রিকেটার নেই, সুনির্দিষ্ট অধিনায়কও নেই; তাই তাঁকে স্কোয়াডে ভেড়াতে পারলে অনেক দিক থেকেই লাভবান হবে প্রীতি জিনতার দল। এছাড়া রোহিতের বিশাল ভক্তগোষ্ঠী তখন পাঞ্জাবের সমর্থক হয়ে উঠবে, যেটা নি:সন্দেহে স্পন্সরশিপে প্রভাব রাখবে।

তবে, এর আগে নিজেদের আর্থিক সঙ্গতির বিষয়টা ভেবে নিতে চায় পাঞ্জাব। স্বভাবতই রোহিতকে নিয়ে তাঁদের আগ্রহ রয়েছে। নিলামের অন্যতম আকর্ষণ হতে চলেছেন রোহিত শর্মা। ফলে দামটাও হবে চড়া।

পাঞ্জাবের ক্রিকেট ডেভেলপমেন্টের প্রধান সঞ্জয় ব্যাঙ্গার বলেন, ‘রোহিতের পেছনে আমরা ছুটব কি না, এটা এখন নিশ্চিত করা বলা যায় না। মনে হয়, নিলামে ওর বেশ বড় দাম উঠবে। তাই মোটা টাকা প্রয়োজন। আমাদের হাতে কত টাকা থাকবে সেটা গুরুত্বপূর্ণ। কারণ, প্রায় নতুন দল তৈরি করতে হবে।’

তবে, রোহিতের ব্যাপারে ব্যাঙ্গারদের আগ্রহ আছে। তিনি বলেন, ‘রোহিতের নাম নিলামের তালিকায় থাকবে কিনা, জানতে হবে। ডেকান চার্জার্সে রোহিত আমার সতীর্থ ছিল। তার পর থেকে টানা মুম্বাইয়ের হয়ে খেলেছে। তা ছাড়া, সাধারণ ভাবেও রোহিত মুম্বাইয়ের ক্রিকেটার। মুম্বাই ইন্ডিয়ান্সের সিদ্ধান্তের উপর সব কিছু নির্ভর করবে।’

এখানে কিছুটা ভূমিকা বোর্ডেরও আছে। ব্যাঙ্গার বলেন, ‘বিসিসিআই কত জন ক্রিকেটারকে ধরে রাখার অনুমতি দেবে সেটা গুরুত্বপূর্ণ। এটা পরিষ্কার হওয়ার পর ফ্র্যাঞ্চাইজিগুলি পরিকল্পনা করতে পারবে। সিদ্ধান্ত নিতে পারবে কোন ক্রিকেটারদের রাখবে বা ছেড়ে দেবে। বোঝা যাবে কোন ক্রিকেটারকে নিলামে পাওয়া যাচ্ছে। সেই সময় দলের প্রয়োজন মতো পরিকল্পনা করতে হবে।’

Share via
Copy link