Social Media

Light
Dark

জয়সওয়ালকে আউট করা কঠিন নয়, অসম্ভব!

এই ডান-হাতি বোলার আরো বলেন, ‘আমি ক্রিকেট নিয়ে কথা বলতে অনেক ভালবাসি। যারা নিয়মিত টেস্ট খেলে তাঁদের সঙ্গে কথা বললে এমন কিছু জানতে পারে যেটা সম্পর্কে আমি হয়তো অজ্ঞাত ছিলাম। আসলে চারপাশে এত জ্ঞান ভাসছে যে আমরা যেকোনো সময় সেটা গ্রহণ করতে পারি।’

এখনও তারুণ্যের ট্যাগ যায়নি যশস্বী জয়সওয়ালের নামের পাশ থেকে। অথচ এখনই অসম্ভব ধারাবাহিক হয়ে উঠেছেন তিনি, লাল বলে বিশ্বের অন্যতম সেরা ব্যাটারও বলা চলে তাঁকে। আইসিসির টেস্ট ব্যাটারদের র‍্যাংকিংয়ে অষ্টম স্থানে থাকা সেটারই প্রমাণ দেয়। আর সে জন্যই বর্ডার গাভাস্কর ট্রফিতে তাঁর ওপর বিশেষ নজর থাকবে।

অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লিঁও সেটাই মনে করিয়ে দিলেন এবার মনে করিয়ে দিলেন। তাঁর মতে, অজি বোলারদের জন্য হুমকি হতে পারে এই ভারতীয় ব্যাটার। তাই তাঁকে আউট করতে এখন থেকেই পরিকল্পনা শুরু করেছেন তিনি।

এই অফ স্পিনার বলেন, ‘আমি এখনো জয়সওয়ালের মুখোমুখি হইনি, তবে এটা নিশ্চিত যে সে আমাদের সব বোলারদের জন্য বিশাল চ্যালেঞ্জ হবে। ইংল্যান্ডের বিপক্ষে যেভাবে সে খেলেছে, সেটা খুব মনোযোগ দিয়েই দেখেছিলাম।’

সেখান থেকেই মূলত এই বাঁ-হাতিকে আউট করার উপায় খুঁজছেন লিঁও। সেজন্য ইংলিশ অফ স্পিনার টম হার্টলির সঙ্গে সম্প্রতি কথাও হয়েছে তাঁর। তিনি বলেন, ‘আমার সঙ্গে হার্টলির বেশ কিছুক্ষণ কথা হয়েছে; সে ভিন্ন ভিন্ন ব্যাটারের জন্য ভিন্ন পরিকল্পনা করে যা আমার কাছে দারুণ লেগেছে।’

এই ডান-হাতি বোলার আরও বলেন, ‘আমি ক্রিকেট নিয়ে কথা বলতে অনেক ভালবাসি। যারা নিয়মিত টেস্ট খেলে তাঁদের সঙ্গে কথা বললে এমন কিছু জানতে পারে যেটা সম্পর্কে আমি হয়তো অজ্ঞাত ছিলাম। আসলে চারপাশে এত জ্ঞান ভাসছে যে আমরা যেকোনো সময় সেটা গ্রহণ করতে পারি।’

২০১৪/১৫ সালে জেতার পর থেকে অবশ্য বোর্ডার গাভাস্কর ট্রফিতে জিততে ভুলে গিয়েছে অস্ট্রেলিয়া। টানা চার বার শেষ হাসি হেসেছে ভারত, এবার সেই ধারায় ছেদ টানতে চান এই অজি তারকা। তিনি বলেন, ‘আমরা যেসব পরিকল্পনা করছি সেগুলো যদি কাজে লাগাতে পারি তাহলে এটা সম্ভব হবে।’

Share via
Copy link