ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নাকি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ – কোন টুর্নামেন্টে পারফর্ম করাটা বেশি কঠিন? এমন প্রশ্নে একটা শিশুও বোধহয় হেসে উঠবে; এই প্রশ্নে আইপিএল যে ডিপিএলের চেয়ে যোজন যোজন এগিয়ে তা আর বলার অপেক্ষা রাখে না। আর ফরম্যাটও তো ভিন্ন। তবে ভারতের সাবেক ক্রিকেটার পারভেজ রাসুল বলছেন ভিন্ন কথা।
তাঁর চোখে আইপিএল নয়, বরং ডিপিএল একজন ক্রিকেটারের জন্য বেশি চ্যালেঞ্জিং। দুইটা টুর্নামেন্টেই লম্বা সময় খেলেছিলেন তিনি; আর এবার একটি সাক্ষাৎকারে আইপিএলের সঙ্গে ডিপিএলের তুলনা করে আলোড়ন সৃষ্টি করেছেন।
জম্মু-কাশ্মীর থেকে উঠে আসা এই ক্রিকেটার মূলত স্পিন বোলিং অলরাউন্ডার। সানরাইজার্স হায়দ্রাবাদ, পুনে ওয়ারিয়র্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে আইপিএলে খেলেছিলেন তিনি। ২০১৬ সাল পর্যন্ত ফ্রাঞ্চাইজি লিগটিতে দেখা গিয়েছিল তাঁকে। তবে পরবর্তী সময়ে নিলামে অবিক্রীত থাকায় তিনি ডিপিএলে খেলার প্রস্তাব লুফে নেন।
কিন্তু ঢাকা প্রিমিয়ার কিভাবে বেশি চ্যালেঞ্জিং? উত্তরটা লুকিয়ে আছে দুইটি টুর্নামেন্টের চুক্তির ধরনের ওপর। পারভেজ রাসুল বলেন, ‘আমি ঢাকা লিগকে আইপিএলের চেয়ে কঠিন মনে করি। কঠিন কারণ আইপিএলে আপনি পুরো টুর্নামেন্টের জন্য চুক্তিবদ্ধ। মাঠে আপনাকে নামানো হোক, বা না হোক আপনি কিন্তু চুক্তিবদ্ধ থাকবেন।’
তিনি আরো বলেন, ‘এক দুই ম্যাচ ভাল না খেললে আপনাকে বড়জোর একাদশ থেকে বাদ দিবে। কিন্তু আপনি দলের সাথেই থাকবেন। অথচ ডিপিএলে দুই ম্যাচের চুক্তি করা হয়; ভাল করতে পারলে আপনাকে রেখে দেয়া হবে আরো কয়েক ম্যাচের জন্য। আর খারাপ করলে ফিরতি টিকিট পেয়ে যাবেন।’
উদাহরণ টানার প্রসঙ্গে সাবেক এই ক্রিকেটার বলেন, ‘আমি নাম বলব না, তবে এমন কয়েকজন বড় মাপের ক্রিকেটারকে চিনি আমি। যারা ঢাকা লিগে দুই-তিন ম্যাচ খেলে পারফর্ম করতে না পারায় ফিরে গিয়েছিলেন।’