বৃদ্ধাশ্রম প্রিমিয়ার লিগের নতুন সংযোজন পিযুষ চাওলা

বিপিএল এলেই অবসরে আরাম কেদারায় বসে থাকা ক্রিকেটাররা কিটব্যাগটা নিয়ে ছোটেন বাংলাদেশের দিকে। ব্যতিক্রম ঘটছে না এবারের আসরেও। 

বিপিএল নিলামের তালিকায় বেশ অবাক করা নাম পিযুষ চাওলা। বিদেশি খেলোয়াড়দের তালিকায় তিনি আছেন ‘এ’ ক্যাটাগরিতে। অর্থাৎ তাকে যদি কোন ফ্রাঞ্চাইজি দলে নিতে চায় তবে খরচ করতে হবে নূন্যতম ৩৫ হাজার ডলার। আজকের দিনে ডলার রেট অনুযায়ী বাংলাদেশি টাকায় প্রায় ৪৩ লাখ টাকা খরচ করতে হবে ফ্রাঞ্চাইজিকে।

একজন বুড়িয়ে যাওয়া, অবসর নেওয়া ক্রিকেটারের জন্য এই পরিমাণ অর্থ বিনিয়োগ কি কোন ফ্রাঞ্চাইজির জন্য হবে ফলপ্রসূ? এমন প্রশ্ন ওঠা ভীষণ স্বাভাবিক। তবে স্বস্তির বিষয় হচ্ছে, জাতীয় দল থেকে অবসর নিলেও, পিযুষ চাওলা কিন্তু ক্রিকেট খেলা একেবারেই ছেড়ে দেননি।

এই তো ক’দিন আগেও তিনি খেলেছেন আবু ধাবি টি-টেন লিগ। বয়স বেড়েছে, জাদুর প্রখরতা কমেছে। তাইতো সেই অর্থে তিনি ইম্প্যাক্টফুল পারফরমেন্স করতে পারেননি। যদিও তার নামের পাশে রয়েছে ৬ ম্যাচ ৭ উইকেট। কিন্তু তিনি আবার রান বিলিয়েছেন ১২ ইকোনমি রেটে।

তাকে দলে নিতে হলে ফ্রাঞ্চাইজিগুলোকে রীতিমত দ্বিধায় পড়তে হবে। কিসের ভিত্তিতে তার জন্য এত অর্থ খরচ করবেন কোন এক ফ্রাঞ্চাইজি, সে বিষয়টি মোটেও পরিষ্কার নয়। অগাধ অভিজ্ঞতা রয়েছে তার। তিনি ড্রেসিং রুমে, কিংবা গোটা টুর্নামেন্টেই তরুণ ক্রিকেটারদের অনুপ্রেরণার জোগান দিতে পারবেন। কিন্তু তাতে কি ফ্রাঞ্চাইজির খরচকৃত অর্থের সঠিক মূল্যায়ন হবে?

এভাবেই গোঁজামিল দিয়ে বছরের পর বছর ধরে চলে আসছে বিপিএল। শুরুর আসরগুলোতে ইম্প্যাক্টফুল অ্যাকটিভ বিদেশি ক্রিকেটারদের দেখা গেছে বিপিএলে। কিন্তু সময়ের সাথে সাথে বিদেশি খেলোয়াড়দের মান ক্রমশ হয়েছে নিম্নগামী। পিযুষ চাওলার মত শোয়েব মালিকও রয়েছেন ‘এ’ ক্যাটাগরিতে। তাও তো তারা পরিচিত নাম। কিন্তু এমন সব ক্রিকেটারও খেলে গেছেন বিপিএলে, যাদের ক্যারিয়ার পাতা অন্তর্জালে খুঁজে পাওয়া দুষ্কর।

খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ না করা, ফিক্সিং কেলেঙ্কারি, খেলোয়াড়দের মান- এসব নিয়ে প্রতিনিয়ত সমালোচনা হয়েছে। কিন্তু বদলায়নি কিছুই। দর্শকরা, প্রায়শই গোসসা করে বলে বসেন, বিপিএল এক বৃদ্ধাশ্রম। বিপিএল এলেই অবসরে আরাম কেদারায় বসে থাকা ক্রিকেটাররা কিটব্যাগটা নিয়ে ছোটেন বাংলাদেশের দিকে। ব্যতিক্রম ঘটছে না এবারের আসরেও।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link