জাদেজার শূন্যস্থান হবে পূরণ!

দীর্ঘদিন ধরেই এই ফরম্যাটে ভারতের হয়ে নিয়মিত প্রথম একাদশে খেলেছেন জাদেজা। তাঁর বিদায়ে এই স্থান পূরণে মনোযোগ দিতে হবে বিসিসিআইকে। তিনজন সম্ভাব্য ক্রিকেটার রয়েছেন যারা জাদেজার স্থলে জায়গা করে নিতে পারেন ভারতীয়  দলে।

বিশ্বকাপের পর অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলির সাথে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রবীন্দ্র জাদেজা। যদিও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি এই অলরাউন্ডার। তবে ভারতের হয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে তাঁর অবদান ভুলে যাওয়ার মতো নয়। নিজের ইন্সটাগ্রাম পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা জানান জাদেজা।

দীর্ঘদিন ধরেই এই ফরম্যাটে ভারতের হয়ে নিয়মিত ছিলেন জাদেজা। তাঁর বিদায়ে এই স্থান পূরণে মনোযোগ দিতে হবে বিসিসিআইকে। তিনজন সম্ভাব্য ক্রিকেটার রয়েছেন যারা জাদেজার ফেলে যাওয়া শূন্যস্থান পূর্ণ করবার জন্যে রয়েছেন প্রস্তুত।

প্রথমেই এই স্থানে আসতে পারেন ক্রুনাল পান্ডিয়া। বামহাতি এই অলরাউন্ডার অনেকটাই জাদেজার অনুরুপ। বিভিন্ন পরিস্থিতিতে বল করার সাথে ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এই অলরাউন্ডার। বলে ফ্লাইট দেওয়ার পরিবর্তে জাদেজার মতো তিনিও স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করতে পছন্দ করেন। এছাড়াও মিডল ওভারে ব্যাট করতেও দক্ষ ক্রুনাল। এখন পর্যন্ত ১৩০ স্ট্রাইক রেটে টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট করছেন এই অলরাউন্ডার।

২০১৭ সালে অভিষেকের পর ভারতের হয়ে ৪৩টি টি-টোয়েন্টি খেলা ওয়াশিংটন সুন্দরও হতে পারে আরেকটি বিকল্প। বেশ কিছু দ্বিপাক্ষিক সিরিজে ভারতের হয়ে ব্যাট ও বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা গিয়েছে তাঁকে। নতুন বলে বল করার জন্য বেশ পরিচিত এই স্পিনিং অলরাউন্ডার। মিডল ওভারে স্ট্রাইক রোটেট এর সাথে সাথে শেষের দিকে বড় শট খেলতেও পারদর্শী সুন্দর।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি তে অনভিজ্ঞ হলেও রাহুল তেওয়াতিয়া যে একজন ম্যাচ উইনার তার প্রমাণ তিনি রেখেছেন আইপিএলে। শিভাম দুবের মতো স্পিনারদের বিপক্ষে বড় বড় শট খেলতে পারেন এই অলরাউন্ডার। পেসারদের উপরও ধ্বংসযজ্ঞ চালাতে পিছপা হন না তিনি। দলের প্রয়োজনে লেগ স্পিনটাও বেশ ভাল করেন তেওয়াতিয়া। তাই জাদেজার বদলি হিসেবে তাঁর দিকে চোখ রাখতে পারে ভারত।

জাদেজার পরিবর্তে আরেকজন স্পিনিং অলরাউন্ডারের খোঁজ করতে হাতে যথেষ্ট সময় আছে ভারতের। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখনও ২ বছর বাকি। তাই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই অবসর নিয়ে ভারতীয় নির্বাচকদের জন্য কাজটা সহজ করে দিয়েছেন জাদেজা।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...