শুধু ফিল্ডিংয়ের জন্য…

এই সময়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের একটি হল বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) আয়োজিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এর আকর্ষনীয়তা ও জনপ্রিয়তা যেন সবকিছুকেই ছাপিয়ে যাচ্ছে। কেননা এই লিগে খেলছেন বিশ্বের সেরা সব ক্রিকেটাররা। বিশ্বের সেরা ক্রিকেটাররা নিজেদের মতে দারুণ এক লড়াইয়ে মেতে উঠেছেন। ফলে দর্শক, ক্রিকেটার সবার জন্যই এক আকর্ষনের জায়গা আইপিএল।

বিশ্বের সব ক্রিকেটারই বোধহয় এখন আইপিএল খেলার স্বপ্ন দেখে। এত বড় বড় সব ক্রিকেটারদের সাথে খেলার সুযোগ আর কোথায়ই বা মিলবে। তবে আইপিলের একাদশে সুযোগ পাওয়াও মুখের কথা নয়। এমন কয়েকজন ক্রিকেটারও আছেন যারা আইপিএলে শুধু বদলি ফিল্ডার হিসেবেই মাঠে নেমেছে। এখনো সুযোগ পাননি একাদশে। তাঁদের নিয়েই এই তালিকা।

  • অনুকূল রায় (ভারত)

ভারতের বয়স ভিত্তিক দলে বেশ নজর কেড়েছিলেন অনুকূল রায়। আইপিএলে নিজের নাম লিখিয়েছিলেন ২০১৯ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। এরপর ২০২০ ও ২০২১ সালেও মুম্বাই দলেই আছেন তিনি। তবে এখন একাদশে জায়গা করে নিতে পারেননি এই ক্রিকেটার। তবে বিশেষায়িত ফিল্ডার হিসেবে প্রায়ই দলে ভূমিকা রাখছেন।

  • পবন নেগি (ভারত)

এবছরের আইপিএলে পবন নেগি জায়গা করে নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের দলে। যদিও গত বছর তিনি ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর দলে। সেখানে গুরুত্বপূর্নে সময়ে দারুণ কিছু ক্যাচও ধরেছিলেন। তবে কোন দলের হয়েই এখনো ব্যাট-বল হাতে দেখা যায়নি পবন নেগিকে।

  • লালিত যাদব (ভারত)

গত বছরই দিল্লী ক্যাপিটালস দলে ভিড়িয়েছিল লালিত যাদবকে। সেই আসরে ফিল্ডিং করতে নেমে দারুণ কিছু ক্যাচও নিয়েছিলেন তিনি। একাদশে সুযোগ না পেলেও ফিল্ডিং করেই দলে ভূমিকা রাখতে চেয়েছেন। এবার অবশ্য দিল্লি তাঁকে কয়েকটি ম্যাচ খেলিয়েছে।

  • রোভম্যান পয়েল (ওয়েস্ট ইন্ডিজ)

ক্যারিবিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার রোভম্যান পয়েলও আছেন আমাদের এই তালিকায়। ২০১৭ সালে কলকাতা নাইট রাইডার্স দলে ভিড়িয়েছিল জ্যামাইকান এই ক্রিকেটারকে। তবে তাঁকে এক ম্যাচেও একাদশে সুযোগ দেয়নি কলকাতা। তবে কখনো কখনো ফিল্ডিং করতে দেখা গিয়েছিল তাঁকে।

  • জগদিশা সুচিত (ভারত)

ভারতের এই অলরাউন্ডারও আছেন আমাদের এই তালিকায়। এই বছর তিনি আইপিএল খেলছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। তবে গত বছর তাঁর দল ছিল কিংস ইলেভেন পাঞ্জাব (এখনকার পাঞ্জাব কিংস)। তবে গত বছর পাঞ্জাব এক ম্যাচেও একাদশে সুযোগ দেয়নি এই অলরাউন্ডারকে। তবে পাঞ্জাবের হয়ে ফিল্ডিংটা ঠিকই করতেন তিনি। হায়দ্রাবাদের বিপক্ষে এক ম্যাচে মানিশ পান্ডেকে ফিরিয়েছিলেন দারুণ এক ক্যাচ নিয়ে।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link