ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মানেই নতুন সব রেকর্ড। প্রতিটি ম্যাচ যেমন চ্যালেঞ্জিং তেমনই হাতছানি দেয় নতুন সব মাইলফলক। তেমনই এক মাইলফলক, আইপিএল ইতিহাসে বলের হিসেবে দ্রুততম ৪০০০ রান করা। চলুন দেখে নেওয়া যাক এই তালিকায় থাকা প্রথম পাঁচজন ব্যাটার কারা কারা।
যৌথভাবে প্রথম স্থানে রয়েছেন দুই কিংবদন্তি, এবি ডি ভিলিয়ার্স এবং ক্রিস গেইল। দুজনেই মাত্র ২,৬৫৮ বল মোকাবিলা করে আইপিএলে ৪০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন। ‘ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইল, ১৪২ ম্যাচে করেছেন ৪,৯৬৫ রান, যার মধ্যে রয়েছে ৬টি শতক ও ৩১টি অর্ধশতক। তার ১৭৫ রানের ঐতিহাসিক ইনিংস আজও আইপিএলের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।
অন্যদিকে, ‘মিস্টার থ্রিসিক্সটি’ খ্যাত ডি ভিলিয়ার্স আইপিএলের ইতিহাসে অন্যতম সফল ব্যাটার। মোট ১৮৪ ম্যাচে ৫,১৬২ রান করেন, ৩৯.৭০ গড়ে এবং ১৫১.৬৮ স্ট্রাইক রেটে। তিনিও ২,৬৫৮টি বল খেলে ৪০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন।
তৃতীয় স্থানে রয়েছেন ভারতের মারকুটে ব্যাটার সুরিয়াকুমার যাদব। চলতি আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ২৮ বলে ৫৪ রানের ঝড় তুলে ২,৭১৪ বলেই পৌঁছে গেছেন ৪০০০ রানে। মাত্র ১৬০ ম্যাচে এই অর্জন সুরিয়াকুমারকে বসিয়েছে আইপিএলের সেরা ব্যাটসম্যানদের তালিকায়। তার স্ট্রাইক রেট ১৪৬.৭৫ আর ব্যাটিং গড়টা ৩৩.৭৮।
চতুর্থ স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। যদিও এবারের আইপিএল মৌসুমে তাকে মাঠে দেখা যাচ্ছে না, তবে ২,৮০৯ বল খেলে ৪০০০ রান করার কৃতিত্ব তার নামের পাশে রয়ে গেছে। আইপিএলে মোট ৬,৫৬৫ রান করা ওয়ার্নারের স্ট্রাইক রেট ১৩৯.৭৭।
পঞ্চম স্থানে আছেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তারকা সুরেশ রায়না। ‘মিস্টার আইপিএল’ খ্যাত রায়না ২,৮৮৬ বল খরচ করে ছুঁয়েছেন ৪০০০ রানের গৌরব। আইপিএলে তার সংগ্রহ ৫,৫২৮ রান, রয়েছে ৩৯টি অর্ধশতক পাশাপাশি একটি শতক।
আইপিএলের ইতিহাসে এই পাঁচজনের আরও রয়েছে অনন্য সব রেকর্ড। এদের অনেকেই এখন অবসরে গিয়েছেন,অনেকেই আবার খেলছেন না। তবে না থেকেও রয়েছেন রেকর্ড বুকের পাতায়।