Social Media

Light
Dark

বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে কারা?

দিন দশেক পেরুলেই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তাইতো ক্রিকেট বিশ্বে চলছে আলোচনা, বিশ্লেষণ আর ভবিষ্যদ্বাণী। আর এর মাঝে সাবেক ক্রিকেটার যেমন আছেন, তেমনি আছেন বোর্ড কর্মকর্তারাও। ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ আর বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ জানালেন তাঁদের সম্ভাব্য সেমিফাইনালিস্ট। যাদের হাতে উঠতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের শিরোপা।

ads

আগামী ২ জুন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে কারা খেলবেন সেমিফাইনালে সেটাই জানালেন কাইফ। তাঁর মতে সেরা পাঁচটি দলের যেকোন চারটি দল খেলতে পারে সেমিফাইনাল।

কাইফ আশা করেন ভারত, নিউজল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজকে দেখা যেতে পারে এবারের সেমিফাইনালে। তবে পাকিস্তান অথবা অস্ট্রেলিয়ার মধ্যে যেকোন একটি দল সেমিফাইনালে খেলার সম্ভাবনা  থাকে।

ads

এই বিষয়ে তিনি বলেন, ‘যেকোন ভাবেই নিউজিল্যান্ড বিশ্বকাপে শীর্ষ চারে তাঁদের জায়গাটা ঠিকই করে নেয়। তাই আপনি নিউজিল্যান্ডকে এতো সহজে বাদ দিতে পারেন না। তবে আমি নিশ্চিত নই পাকিস্তান আর অস্ট্রালিয়ের মাঝে কে যাবে শীর্ষ চারে। তবে পাকিস্তান গেলে, তাঁদের সাথে আমাদের সেমিফাইনাল অথবা ফাইনালে দেখা হতে পারে। ভারত – পাকিস্তানের ফাইনাল হলে সত্যিই তা অসাধারন হবে।’

আবার বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহয়ের সম্ভাব্য দলগুলো প্রায় একই। তাঁর মতে ভারত, দুইবারের বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ আর অস্ট্রেলিয়া ছাড়াও সেমিফাইনালে দেখা যেতে মিলতে পারে নিউজিল্যান্ডের। তবে তাঁর করা সম্ভাব্য তালিকায় ছিল না গতবারের চ্যাম্পিয়ন আর রানার্সআপরা।

জয় শাহ বাদ দিয়েছেন পাকিস্তান আর ইংল্যান্ডকে। এই বিষয়ে তিনি বলেন, ‘ আমার মতে শীর্ষ চারে থাকবে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ। কেননা তাঁরা টি-টোয়েন্টিতে বেশ ভালো করছে।’

ভারত সর্বশেষ আন্তর্জাতিক কোনো শিরোপার স্বাদ পেয়েছিল সেই ২০১৩ সালে। এরপর থেকেই ভারতের ক্রিকেটে চলছে শিরোপার খরা। ভারতের সাবেক ক্রিকেটার কাইফের মতে এবার ঘুচতে চলেছে সেই অপেক্ষা। কেননা অন্যান্যবারের তুলনায় এবারে ভারতের স্কোয়াড তুলনামূলক শক্তিশালী।

তিনি বলেন, ‘আমাদের এখন শক্তিশালী বোলিং লাইন আপ আছে। এবার কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা আর যুজবেন্দ্র চাহালের মত বোলার রয়েছে দলে। তাছাড়া জাস্প্রিত বুমরাহ হতে পারে এবারের আসরের অন্যতম সেরা বোলার।’

৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে ভারত তাঁদের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু করবে। আর পাকিস্তান এবং ভারত এবারে বিশ্বকাপে একই গ্রুপে অবস্থান করছে। তবে হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ৯ জুন। সেসব উত্তেজনাপূর্ণ মুহূর্তের সাক্ষী হতেই অধীর আগ্রহে অপেক্ষা করছে ক্রিকেট পাগল কোটি প্রেমী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link